রাজশাহী রয়্যালস
রাজশাহী রয়্যালস বাংলাদেশের রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল। ১৬ নভেম্বর ২০১৯ সালে বেঙ্গল গ্রুপের ব্যানারে দলটিকে রাজশাহী রয়্যালস হিসাবে পুনঃনামকরণ করা হয়।
ডাকনাম | দ্যা কিংস | |
---|---|---|
কর্মীবৃন্দ | ||
অধিনায়ক | শোয়েব মালিক | |
কোচ | ওয়াইস শাহ | |
মালিক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০) | |
দলের তথ্য | ||
শহর | রাজশাহী, বাংলাদেশ | |
রং | ||
প্রতিষ্ঠা | ২০১২ (দুরন্ত রাজশাহী)হিসাবে; ২০১৬ (রাজশাহী কিংস) হিসাবে; ২০১৯ (রাজশাহী রয়্যালস) হিসাবে; | |
স্বাগতিক মাঠ | শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম (ধারন ক্ষমতা: ১৫,০০০) | |
ইতিহাস | ||
বিপিএল জয় | ০ | |
দাপ্তরিক ওয়েবসাইট | rajshahikings.com | |
|
ইতিহাস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এর সাবেক সভাপতি শামীম আহসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে রাজশাহী দলের মালিকানা ক্রয় করেন।[1] সেপ্টেম্বর ২০১৬ সালে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আবেদন করে। রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
বিপিএল
বিপিএলের তৃতীয় আসরে সপ্তম দল হিসেবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজ হিসেবে রাজশাহী কিংস এর নাম অন্তর্ভুক্ত করা হলেও। টুর্নামেন্টের পরিধি বাড়বে ফলে পরবর্তী সিরিজগুলোর শিডিউল বাঁধাগ্রস্ত হতে পারে অনুমানে পরের বছরের বিপিএল এ রাজশাহী কে অন্তর্ভুক্ত করবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ কমিটি জানায়।
বর্তমান দল
- যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. | নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | চুক্তি স্বাক্ষরের বছর | টীকা |
---|---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | |||||||
৩ | হযরতউল্লাহ জাজাই | ২৩ মার্চ ১৯৯৮ | বাম-হাতি | স্লো-লেফ্ট আর্ম অর্থোডক্স | ২০১৯ | বিদেশী | |
অল-রাউন্ডার | |||||||
৫০ | আফিফ হোসেন | ২২ ডিসেম্বর ১৯৯৯ | বাম-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ||
৭৬ | ফরহাদ রেজা | ১৬ জুন ১৯৮৬ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৯ | ||
১৪ | অলক কাপালি | ১ জানুয়ারি ১৯৮৪ | ডান-হাতি | ডান-হাতি লেগ ব্রেক | ২০১৯ | ||
১০ | রবি বোপারা | ৪ মে ১৯৮৫ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৯ | বিদেশী | |
২১ | মোহাম্মদ নওয়াজ | ২১ মার্চ ১৯৯৪ | বাম-হাতি | স্লো-লেফ্ট আর্ম অর্থোডক্স | ২০১৯ | বিদেশী | |
১৮ | শোয়েব মালিক | ১ ফেব্রুয়ারি ১৯৮২ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | বিদেশী | |
১২ | আন্দ্রে রাসেল | ২৯ এপ্রিল ১৯৮৮ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম | ২০১৯ | অধিনায়ক, বিদেশী | |
৪৪ | নাহিদুল ইসলাম | ১৯ জুলাই ১৯৯৩ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ||
উইকেট-রক্ষক | |||||||
১৬ | লিটন দাস | ১৩ অক্টোবর ১৯৯৪ | ডান-হাতি | — | ২০১৯ | ||
৩৬ | ইরফান শুক্কুর | ২২ মে ১৯৯৩ | বাম-হাতি | — | ২০১৯ | ||
বোলার | |||||||
১৪ | আবু জায়েদ | ২ আগস্ট ১৯৯৩ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম | ২০১৯ | ||
১২ | তাইজুল ইসলাম | ৭ ফেব্রুয়ারি ১৯৯২ | বাম-হাতি | স্লো-লেফ্ট আর্ম অর্থোডক্স | ২০১৯ | ||
৩১ | কামরুল ইসলাম রাব্বি | ১০ ডিসেম্বর ১৯৯১ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৭ | ||
২৭ | মোহাম্মদ ইরফান | ৬ জুন ১৯৮২ | ডান-হাতি | বাম-হাতি ফাস্ট বোলিং | ২০১৯ | বিদেশী | |
১৮ | মিনহাজুল আবেদীন আফ্রিদি | ৫ ফেব্রুয়ারি ১৯৯৯ | ডান-হাতি | লেগ-ব্রেক গুগলি | ২০১৯ |
অর্জন
২০১৬ সালে বিপিএল এর চতুর্থ আসরে তারা রানার-আপ হয়।
কর্মকর্তা ও সহযোগী কর্মীবৃন্দ
- প্রধান কোচ:- ওয়াইস শাহ
- সহকারী কোচ:- মিজানুর রহমান বাবুল
- দল পরিচালক:- এনায়েত হোসেন সিরাজ
- দলের ম্যানেজার:- হান্নান সরকার
- দলের স্পন্সর:- আইপিসি
তথ্যসূত্র
- "বিপিএলে রাজশাহী দল কিনছেন বেসিস সভাপতি"। টেক শহর। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬।