রাজশাহী রয়্যালস

রাজশাহী রয়্যালস বাংলাদেশের রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল। ১৬ নভেম্বর ২০১৯ সালে বেঙ্গল গ্রুপের ব্যানারে দলটিকে রাজশাহী রয়্যালস হিসাবে পুনঃনামকরণ করা হয়।

রাজশাহী রয়্যালস-এর পূর্বের লোগো
রাজশাহী রয়্যালস
রাজশাহী রয়্যালস এর লোগো
রাজশাহী রয়্যালস এর লোগো
ডাকনামদ্যা কিংস
কর্মীবৃন্দ
অধিনায়কপাকিস্তান শোয়েব মালিক
কোচইংল্যান্ড ওয়াইস শাহ
মালিকবাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০)
দলের তথ্য
শহররাজশাহী, বাংলাদেশ
রং
প্রতিষ্ঠা২০১২ (দুরন্ত রাজশাহী)হিসাবে; ২০১৬ (রাজশাহী কিংস) হিসাবে; ২০১৯ (রাজশাহী রয়্যালস) হিসাবে;
স্বাগতিক মাঠশহীদ কামরুজ্জামান স্টেডিয়াম (ধারন ক্ষমতা: ১৫,০০০)
ইতিহাস
বিপিএল জয়
দাপ্তরিক ওয়েবসাইটrajshahikings.com

টি২০আই কিট

ইতিহাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এর সাবেক সভাপতি শামীম আহসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে রাজশাহী দলের মালিকানা ক্রয় করেন।[1] সেপ্টেম্বর ২০১৬ সালে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আবেদন করে। রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

বিপিএল

বিপিএলের তৃতীয় আসরে সপ্তম দল হিসেবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজ হিসেবে রাজশাহী কিংস এর নাম অন্তর্ভুক্ত করা হলেও। টুর্নামেন্টের পরিধি বাড়বে ফলে পরবর্তী সিরিজগুলোর শিডিউল বাঁধাগ্রস্ত হতে পারে অনুমানে পরের বছরের বিপিএল এ রাজশাহী কে অন্তর্ভুক্ত করবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ কমিটি জানায়।

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন চুক্তি স্বাক্ষরের বছর টীকা
ব্যাটসম্যান
হযরতউল্লাহ জাজাইআফগানিস্তান (1998-03-23) ২৩ মার্চ ১৯৯৮বাম-হাতিস্লো-লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯বিদেশী
অল-রাউন্ডার
৫০আফিফ হোসেনবাংলাদেশ (1999-12-22) ২২ ডিসেম্বর ১৯৯৯বাম-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
৭৬ফরহাদ রেজাবাংলাদেশ (1986-06-16) ১৬ জুন ১৯৮৬ডান-হাতিডান-হাতি মিডিয়াম২০১৯
১৪অলক কাপালিবাংলাদেশ (1984-01-01) ১ জানুয়ারি ১৯৮৪ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক২০১৯
১০রবি বোপারাইংল্যান্ড (1985-05-04) ৪ মে ১৯৮৫ডান-হাতিডান-হাতি মিডিয়াম২০১৯বিদেশী
২১মোহাম্মদ নওয়াজপাকিস্তান (1994-03-21) ২১ মার্চ ১৯৯৪বাম-হাতিস্লো-লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯বিদেশী
১৮শোয়েব মালিকপাকিস্তান (1982-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৮২ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯বিদেশী
১২আন্দ্রে রাসেলজ্যামাইকা (1988-04-29) ২৯ এপ্রিল ১৯৮৮ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯অধিনায়ক, বিদেশী
৪৪নাহিদুল ইসলামবাংলাদেশ (1993-07-19) ১৯ জুলাই ১৯৯৩ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
উইকেট-রক্ষক
১৬লিটন দাসবাংলাদেশ (1994-10-13) ১৩ অক্টোবর ১৯৯৪ডান-হাতি২০১৯
৩৬ইরফান শুক্কুরবাংলাদেশ (1993-05-22) ২২ মে ১৯৯৩বাম-হাতি২০১৯
বোলার
১৪আবু জায়েদবাংলাদেশ (1993-08-02) ২ আগস্ট ১৯৯৩ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯
১২তাইজুল ইসলামবাংলাদেশ (1992-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৯২বাম-হাতিস্লো-লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯
৩১কামরুল ইসলাম রাব্বিবাংলাদেশ (1991-12-10) ১০ ডিসেম্বর ১৯৯১ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৭
২৭মোহাম্মদ ইরফানপাকিস্তান (1982-06-06) ৬ জুন ১৯৮২ডান-হাতিবাম-হাতি ফাস্ট বোলিং২০১৯বিদেশী
১৮মিনহাজুল আবেদীন আফ্রিদিবাংলাদেশ (1999-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৯৯ডান-হাতিলেগ-ব্রেক গুগলি২০১৯

অর্জন

২০১৬ সালে বিপিএল এর চতুর্থ আসরে তারা রানার-আপ হয়।

কর্মকর্তা ও সহযোগী কর্মীবৃন্দ

  • প্রধান কোচ:- ইংল্যান্ড ওয়াইস শাহ
  • সহকারী কোচ:- বাংলাদেশ মিজানুর রহমান বাবুল
  • দল পরিচালক:- বাংলাদেশ এনায়েত হোসেন সিরাজ
  • দলের ম্যানেজার:- বাংলাদেশ হান্নান সরকার
  • দলের স্পন্সর:- আইপিসি

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "বিপিএলে রাজশাহী দল কিনছেন বেসিস সভাপতি"টেক শহর। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.