রাজশাহী ক্যাডেট কলেজ
রাজশাহী ক্যাডেট কলেজ বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদায় পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি দেশের অন্যান্য ক্যাডেট কলেজসমূহের মত স্বায়ত্বশাসিত আবাসিক সামরিক বিদ্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (৭ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেনী) শিক্ষা দেয়া হয়। রাজশাহী ক্যাডেট কলেজকে সংক্ষেপে আর.সি.সি বলা হয়ে থাকে।[1]
রাজশাহী ক্যাডেট কলেজ | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
নীতিবাক্য | প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও |
প্রতিষ্ঠাকাল | ১১ ফেব্রুয়ারি, ১৯৬৪ |
শ্রেণী | সপ্তম থেকে দ্বাদশ |
ভাষা | ইংরেজি |
আয়তন | ১১০-একর (০.৪৫ কিমি২) |
ক্যাম্পাসের ধরন | আবাসিক |
স্লোগান | শাহী কাডেটস |
ডাকনাম | RCC |
প্রাক্তন শিক্ষার্থী | ওআরসিএ (অরকা) |
ওয়েবসাইট | https://rcc.army.mil.bd/ |
ইতিহাস
১৯৬৪ সালের ৬ই নভেম্বর আয়ুব ক্যাডেট কলেজ নামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা রাজশাহী ক্যাডেট কলেজ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত ৪র্থ তথা শেষ ক্যাডেট কলেজ। পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ১৯৬৬ সালের ১১ই ফেব্রুয়ারি আয়ুব ক্যাডেট কলেজের উদ্বোধন করেন। ১১০ একর জমির উপর তিনটি ছাত্রাবাস নিয়ে এ ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ সাঈদ, পিএএফ এবং প্রথম বাঙ্গালী অধ্যক্ষ এম বকীয়তুল্লাহ। বাংলাদেশ স্বাধীনতা লাবের পর এটিকে রাজশাহী ক্যাডেট কলেজ নামকরণ করা হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
- "Rajshahi Cadet College"। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।