রাজশাহী কেন্দ্রীয় কারাগার
রাজশাহী কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি কারাগার। এটি রাজশাহী জেলার পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত।[1]
কারাগার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৮৪০ |
অধিক্ষেত্র | বন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা |
সদর দপ্তর | ২৪.৩৬৬৪২৪° উত্তর ৮৮.৫৮৪৩৪০° পূর্ব |
নীতিবাক্য | রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ |
কারাগার নির্বাহী |
|
মূল সংস্থা | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
ওয়েবসাইট | prison |
ইতিহাস
১৮৪০ সালে রাজশাহী কারাগার প্রতিষ্ঠিত হয়।[2][1] ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ আমলে এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করা হয়।[3] ১৯৫০ সালের ২৪ এপ্রিল কারাগারে নিম্নমানের খাবার প্রদান ও বন্দি নির্যাতনের প্রতিবাদে অনশন এবং আন্দোলন করার কারণে তৎকালীন জেলা পুলিশ কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালায়।[4] এতে কমিউনিস্ট পার্টির কয়েকজন সক্রিয় কর্মী নিহত হন। পরবর্তীতে ওয়ার্কাস পার্টি ও অন্যান্য বাম সংগঠনগুলো দিনটিকে স্মরণীয় করে রাখতে ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ড দিবস পালন করে থাকে। [4]
অবকাঠামো ও ধারণক্ষমতা
রাজশাহী কেন্দ্রীয় কারাগার ৫৪.৯৬১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এটির কারাবন্দি ধারণক্ষমতা ১৪৬০ জন,[2] তবে, হাজতি ও কয়েদি মিলিয়ে গড়ে প্রায় ৩৫০০ বন্দি এখানে অবস্থান করে।[5] এই কারাগারে রয়েছে হাসপাতাল, মসজিদ ও কারা প্রশিক্ষণ একাডেমি। এছাড়াও, কারাবন্দিদের জন্য একাধিক কয়েদি ভবন এবং কারারক্ষী ও কর্মকর্তাদের জন্য পৃথক ভবন রয়েছে।[3]
তথ্যসূত্র
- "এক নজরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার"। prison.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- "রাজশাহী কেন্দ্রীয় কারাগার"। prison.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- "রাজশাহী কেন্দ্রীয় কারাগার"। rajshahirkotha.webrajshahi.com। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- "রাজশাহীতে খাপড়া ওয়ার্ড দিবস পালিত"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- "রাজশাহী কারাগারের আরও ১২৯ কয়েদি মুক্তির নির্দেশ"। বার্তা ২৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।