রাজরাজেশ্বর ইউনিয়ন

রাজরাজেশ্বর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

রাজরাজেশ্বর
ইউনিয়ন
১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ
রাজরাজেশ্বর
রাজরাজেশ্বর
বাংলাদেশে রাজরাজেশ্বর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৫′৪১″ উত্তর ৯০°৩৫′২৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাচাঁদপুর সদর উপজেলা 
জনসংখ্যা
  মোট১৪,৮৯৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

রাজরাজেশ্বর ইউনিয়নের আয়তন ১১,৬৩০ একর।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজরাজেশ্বর ইউনিয়নের জনসংখ্যা ১৪,৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ৭,৫৩১ জন এবং মহিলা ৭,৩৬৬ জন। মোট পরিবার ২,৮৭১টি।[1]

অবস্থান ও সীমানা

চাঁদপুর সদর উপজেলার সর্ব-পশ্চিমে মেঘনা নদীর অপর প্রান্তে রাজরাজেশ্বর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মেঘনা নদীচাঁদপুর পৌরসভা, তরপুরচণ্ডী ইউনিয়ন, কল্যাণপুর ইউনিয়নবিষ্ণুপুর ইউনিয়ন; উত্তরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন, পদ্মা নদীশরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন; পশ্চিমে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নতারাবুনিয়া উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

রাজরাজেশ্বর ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজরাজেশ্বর ইউনিয়নের সাক্ষরতার হার ১৫.৮%।[1]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • বলাশিয়া ডি,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজরাজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এম,বি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে এ ইউনিয়নে নৌকা যোগে যাতায়াত করতে হয়।

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

চেয়ারম্যানঃ হজরত আলী বেপারি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.