রাজবাড়ী রেলওয়ে স্টেশন
রাজবাড়ী রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি রাজবাড়ী পৌরসভায় অবস্থিত একটি স্টেশন।[1]
রাজবাড়ী রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | রাজবাড়ী, ঢাকা বাংলাদেশ |
লাইন | |
প্ল্যাটফর্ম | =৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
আগের নাম | রেলওয়ে |
অবস্থান | |
পরিষেবা
রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- মধুমতি এক্সপ্রেস
- নকশীকাঁথা এক্সপ্রেস
- রাজবাড়ী এক্সপ্রেস
- ভাটিয়াপাড়া এক্সপ্রেস ও
- পোড়াদহ সাটল (৫০৫/৫০৬/৫০৭/৫০৮/৫১৩) নামে (পোড়াদহ-রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট) রেলপথে চলাচল করে।
চিত্রশালা
তথ্যসূত্র
উইকিমিডিয়া কমন্সে রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "বিলুপ্তির পথে দেশের দ্বিতীয় রেলস্টেশনটি"। আরটিভি। ২৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.