রাজনীতি (২০১০-এর চলচ্চিত্র)

রাজনীতি (হিন্দি: राजनीति) প্রকাশ ঝা পরিচালিত ২০১০ সালের ভারতীয় রাজনৈতিক থ্রিলার-অপরাধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন প্রকাশ ঝা এবং চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আঞ্জুম রাজাবলী ও প্রকাশ ঝা। ওয়াকওয়াকার মিডিয়া লিমিটেড ও প্রকাশ ঝা প্রডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্রকাশ ঝা এবং পরিবেশনা করেছে ইউটিভি মোশন পিকচার্স। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, রণবীর কাপুর, নানা পাটেকর, ক্যাটরিনা কাইফ, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ীনাসিরুদ্দিন শাহ্। ছবির চরিত্রসমূহ মহাভারতের চরিত্রের ছায়া অবলম্বনে লেখা হয়েছে, কৃষ্ণ (নানা পাটেকর), অর্জুন (রণবীর কাপুর), যুধিষ্ঠির (অর্জুন রামপাল), দ্রোণাচার্য (মনোজ বাজপেয়ী), কর্ণ (অজয় দেবগন) ও দ্রৌপদী (ক্যাটরিনা কাইফ)।

রাজনীতি
রাজনীতি চলচ্চিত্রের পোস্টার
राजनीति
পরিচালকপ্রকাশ ঝা
প্রযোজকপ্রকাশ ঝা
রচয়িতাপ্রকাশ ঝা (সংলাপ)
চিত্রনাট্যকারপ্রকাশ ঝা
অঞ্জুম রাজাবলী
কাহিনিকারপ্রকাশ ঝা
শ্রেষ্ঠাংশে
সুরকারআদেশ শ্রীবাস্তব
ওয়েন শার্প
প্রিতম চক্রবর্তী
শান্তনু মৈত্র
চিত্রগ্রাহকশচীন কুমার কৃষ্ণ
সম্পাদকসন্তোষ মণ্ডল
প্রযোজনা
কোম্পানি
প্রকাশ ঝা প্রডাকশন্স
ওয়াকওয়াকার মিডিয়া লিমিটেড
পরিবেশকইউটিভি মোশন পিকচার্স
মুক্তি
  •  জুন ২০১০ (2010-06-04)
দৈর্ঘ্য১৭০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹ ৬০ কোটি[1]
আয়₹ ১৪৩.১১ কোটি

বাস্তবিক জীবনের কিছু চরিত্র ও এই চলচ্চিত্রের কিছু চরিত্র মিলে যাওয়া এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টির পর ছবিটি ২০১০ সালের ৪ জুন ভারতে ও বিশ্বব্যাপী মুক্তি পায়।[2] ₹৬০ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি ₹১৪৩.১১ কোটি আয় করে।

কুশীলব

সঙ্গীত

রাজনীতি
আদেশ শ্রীবাস্তব, ওয়েন শার্প, প্রিতম চক্রবর্তীশান্তনু মৈত্র কর্তৃক চলচ্চিত্রের গান
মুক্তির তারিখ১৪ মে, ২০১০
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য৪১:১২
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক
প্রযোজকপ্রকাশ ঝা

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আদেশ শ্রীবাস্তব, ওয়েন শার্প, প্রিতম চক্রবর্তীশান্তনু মৈত্র এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ওয়েন শার্প। গীত রচনা করেছেন গুলজার, ইরশাদ কামিল, ও স্বানন্দ কিরকিরে[3] চলচ্চিত্রের পাঁচটি মূল গান রয়েছে এবং অ্যালবামে এই পাঁচটিসহ আরও চারটি রিমিক্স গান রয়েছে। অ্যালবামটি ১৪ মে, ২০১০ প্রকাশিত হয়।

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."ভিগি সি ভাগি সি"ইরশাদ কামিলমোহিত চৌহানঅন্তরা মিত্র৪:৩৭
২."মোরা পিয়া (পুরুষ)"সমীরআদেশ শ্রীবাস্তব, শশী, রোসালি নিকোলসন৫:৪৪
৩."মোরা পিয়া (নারী)"সমীরকবিতা শেঠ৪:১৭
৪."ইশ্‌ক বারসে"স্বানন্দ কিরকিরেপ্রণব বিশ্বাস, হামসিকা আইয়ার, স্বানন্দ কিরকিরে৪:৩৬
৫."ধন ধন ধর্তি"গুলজারশঙ্কর মহাদেবন৪:৪১
মোট দৈর্ঘ্য:২৩:৫৫

মূল্যায়ন

বক্স অফিস

রাজনীতি ভারতে এবং ভারতের বাইরে বক্স অফিসে ₹১৪৩.১১ কোটি আয় করে।

পুরস্কার ও মনোনয়ন

৫৬তম ফিল্মফেয়ার পুরস্কার
১১তম আইফা পুরস্কার

তথ্যসূত্র

  1. কোতওয়ানি, হীরেন (৪ জুন ২০১০)। "Can Raajneeti recover its Rs 60 crore investment?"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭
  2. "Raajneeti Cast & Crew"ফিল্মি বিট। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭
  3. "MUSIC REVIEW: 'Raajneeti' makes a mark"News18। ১৬ মে ২০১০। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.