রাজকুমারী রায়চৌধুরী

রাজকুমারী রায়চৌধুরী (২০ আগস্ট, ১৮৭৭ — ২৬ ফেব্রুয়ারি, ১৯৭৩) একজন বাঙালি সমাজসেবী ও শিক্ষাব্রতী।

জীবনী

রাজকুমারী রায়চৌধুরীর পিতা ছিলেন খ্যাতনামা চিকিৎসক ভুবনেশ্বর মিত্র। তার স্বামী উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী ছিলেন বেদ,বেদান্ত, জৈন ও বৌদ্ধশাস্ত্রে সুপণ্ডিত বিশিষ্ট শিক্ষাব্ৰতী। উপেন্দ্রনাথের কাছে নারীশিক্ষা বিস্তার, নারী প্রগতিমূলক কর্ম ও সমাজসেবার প্রেরণা লাভ করেন তিনি। কবিবামাবোধিনী পত্রিকার পরিচালন গোষ্ঠির অন্যতমা ছিলেন তিনি। কিছুকাল ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে শিক্ষকতা করেন। বামাবোধিনী পত্রিকা ছাড়াও শিবম, নারায়ণ, যমুনা, শিশির, মহিলা ইত্যাদি পত্রিকাতে কবিতা ও প্রবন্ধ লিখতেন।[1] তার পুত্র শিবনারায়ণ রায় একজন বিখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক ও পণ্ডিত।[2]

তথ্যসূত্র

  1. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪৬৬। আইএসবিএন 81-85626-65-0।
  2. "শিবনারায়ণ রায় ও তাঁর অনন্ত জিজ্ঞাসা"redtimes.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.