রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি রাঙ্গুনিয়া উপজেলার সদর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার তৃতীয় বৃহত্তম ও রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৩৯.৫ কি.মি.[1] দূরত্বে রাঙ্গুনিয়া শহর অবস্থিত ।

রাঙ্গুনিয়া
শহর
রাঙ্গুনিয়া
বাংলাদেশে রাঙ্গুনিয়া শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২২.৪৬৯৮০৮° উত্তর ৯২.০৫১৮১৫° পূর্ব / 22.469808; 92.051815
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাঙ্গুনিয়া উপজেলা
উপজেলা শহর১৯৮৩
পৌর শহর২০০১
সরকার
  ধরনপৌরসভা
  শাসকরাঙ্গুনিয়া পৌরসভা
  পৌরমেয়রশাহজাহান সিকদার
আয়তন
  মোট২৬.৭৮ বর্গকিমি (১০.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৬০,৩৮৫
  জনঘনত্ব২,৩০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

জনসংখ্যা

বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী রাঙ্গুনিয়া শহরের মোট জনসংখ্যা ৬০,৩৮৫ জন যার মধ্যে ২৯,৩৮৩ জন পুরুষ এবং ৩১,০০২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৫। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১২০৫৯ টি।[2]

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৪৬৯৮০৮° উত্তর ৯২.০৫১৮১৫° পূর্ব / 22.469808; 92.051815। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৫.৮ মিটার[3]

প্রশাসন

২০০০ সালে রাঙ্গুনিয়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে রাঙ্গুনিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২২টি মহল্লায় বিভক্ত । ২৬.৭৮ বর্গ কি.মি. আয়তনের রাঙ্গুনিয়া শহরের ১১.৮২ বর্গ কি.মি এলাকা রাঙ্গুনিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[4]

শিক্ষা ব্যবস্থা

রাঙ্গুনিয়া শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৫৭.৩ ভাগ।

তথ্যসূত্র

  1. "Distance from Chittagong to Rangunia"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৭
  2. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৮৬। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭
  3. "latitude, longitude and elevation of Rangunia, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৭
  4. "এক নজরে রাঙ্গুনিয়া পৌরসভার সাধারণ তথ্যাদি"। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.