রাগিনী খান্না
রাগিণী খান্না হলেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।[2] তিনি একাধারে নানান ধরনের রিয়ালিটি শো - যেমন ইন্ডিয়াস বেস্ট ড্রামাবাজ (২০১৩)[3] ও গ্যাংস্ অব হাসিপুর (২০১৪)-এর উপস্থাপিকাও হয়েছেন।[4] ভাস্কার ভারতীর ভারতী ও শাসুরাল গেঁদা ফুল-এর সুহানা কিশোর বাজপাই তথা সুহানা কাশ্যেরপ চরিত্র হিসেবে তিনি সমাধিক পরিচিত।
রাগিণী খান্না | |
---|---|
জন্ম | রাগিণী খান্না |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নায়িকা |
কর্মজীবন | ২০০৮ সাল – বর্তমান। |
আত্মীয় | See Govinda family[1] |
কর্মজীবন
টেলিভিশন
রাগিণী খান্না এনডিটিভি ইমাজিনে তার প্রথম সিরিয়াল ধারাবাহিক নাটক রাধা কি বেটিয়াঁ কুছ কার্ দিখায়েগি তে "রাগিণী শর্মা" হিসেবে অভিনয় করেন।[5] ২০০৯ সালে তিনি সনি টিভিতে একটি কমেডি অনুষ্ঠান ভাস্কার ভারতী তে অভিনয় করেন।[6] রাগিণী খান্নাকে ১০ কা দমের একটি পর্বে অতিথি হিসেবেও দেখা গিয়েছিলো, যেখানে তিনি এক লাখ রুপি জিতেছিলেন এবং তা একটি দাতব্য সংস্থায় দান করেন।[7] তাকে ইমাজিন টিভির আরো একটি শো ‘বিগ মানিঃ ছোটা পার্দা বাড়া গেম’ [8]
নামক অনুষ্ঠানেও অতিথি হিসেবে দেখা যায়।
২০১০ সালে রাগিণী খান্না স্টার প্লাসের একটি নাটক শাসুরাল গেঁদা ফুলে সোহানা চরিত্রে অভিনয় করেন।[9][10][11] তিনি ইন্ডিয়ার জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতি ৪ এরও[12] একটি বিশেষ পর্বে আবির্ভূত হন। সাল ২০১০-এর ডিসেম্বরে রাগিণীকে ঝালাক দেখ্লা জা র[13][14] (ভারতীয় নৃত্যানুষ্ঠান) ৪র্থ পর্বেও দেখা যায়, যেখানে ১৪ ফেব্রুয়ারি ২০১১ সালে তিনি ৯ম স্থান দখল করেন।[15] ২০১১ সালে তিনি জি টিভির একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান স্টার ইয়া রকস্টার এ গায়িকা হিসেবেও অংশগ্রহণ করেন।[16] রাগিণীর পরবর্তী প্রজেক্ট ছিলো ঝালাক দেখ্লা জা র ৫ম পর্বে উপস্থাপনা করা।[17] তিনি লাইফ ওকে’র আরো একটি শো মে লক্ষ্মী তেরে আঙ্গান কি তে অতিথি চরিত্রে অভিনয় করেন।[18] ২০১৩ সালের জানুয়ারি মাসে লাইফ ওকে চ্যানেলে রাগিণীকে দেখা যায় একটি কুকারি শো ‘ওয়েলকাম – বাজি মেহমান-নওয়াজি কি’তে। [19]
চলচ্চিত্রসমূহ
২০১১ সালে রাগিনী রাকেশ ওমপ্রকাশ মেহরা’র তিন থে ভাই একটি কমেডি ছবির মাধ্যমে প্রথমবারের মত বলিউডে আত্মপ্রকাশ করেন।[20][21] ২০১৩ সালে তিনি আরো একটি পাঞ্জাবি ছবি ভাজি ইন প্রব্লেম-এ কাজ করেন।[22] ছবিটি বক্স অফিসে ভালো সারা ফেলে।[23] রাগিনী এর পর নওয়াজউদ্দিন সিদ্দিক এর বিপরীতে পুষ্পেন্দ্র মিশরার ঘুমকেতু ছবিতেও চুক্তিবদ্ধ হন।[24]
ব্যক্তিগত জীবন
রাগিনী খান্নার পিতামাতা হলেন প্রভীন খান্না ও কামিনী খান্না। তিনি তাঁদের দ্বিতীয় সন্তান। তাঁর বড় ভাই অমিত খান্নাও একজন অভিনেতা, যিনি ইয়ে দিল চাহে মোর নামের একটি ধারাবাহিক নাটকে কাজ করেন[25] তাঁর মাতা, কামিনী খান্না হলেন একজন লিখিকা, মিউজিক ডাইরেক্টর, গায়িকা, উপস্থাপিকা ও সাথে 'বিউটি উইথ এস্ট্রোলজি'র স্থাপিকা।[26] তিনি ক্লাসিক্যাল গায়িকা নির্মলা দেবী ও চল্লিশের দশকের নায়ক অরুণ আহুজার নাতনী। তিনি বলিউড তারকা গোবিন্দের ভাতিজী এবং ক্রুশ্না অভিষেক (অভিনেতা, স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা), আর্তি সিংহ (টিভি অভিনেত্রী) এবং সৌম্য সেথ (টিভি অভিনেত্রী)-এর চাচাত বোন। ২০১৫ সালের অক্টোবর মাসে রাগিনীর পিতা মৃত্যুবরণ করেন।
অন্যান্য কাজ ও দৃশ্যমান উপস্থিতি
রাগিনী ২০১০ সালে স্টার প্লাসের ‘দিওয়ালী দিলো কি’ নামের দীপাবলি উদ্যাপন অনুষ্ঠানের উপস্থাপনা করেন।[27] ২০১১ সালে রাগিনী খান্না বলিউডের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক রা-ওয়ান ছবির (অভিনয়ে শাহরুখ খান ও কারিনা কাপুর) গানের মোড়ক উম্মোচন অনুষ্ঠানেও উপস্থাপিকার ভূমিকা পালন করেন।[28] একই বছরে রাগিনী স্টার প্লাসের আরো একটি দিপাবলি’র অনুষ্ঠান ‘দিওয়ালি রিশ্তো কি মিঠাস’-এ উপস্থাপনায় নিয়োজিত হন এবং একই অনুষ্ঠানে বিভিন্ন অংশে দায়িত্ব পালন করেন।[29]
টিভি কমার্শিয়াল এবং এন্ডর্সমেন্ট
রাগিনী খান্না তাঁহার মাতা কর্তৃক প্রতিষ্ঠিত ‘বিউটি উইথ এস্ট্রলজি’ নামের একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে রয়েছেন। ইন্ডিয়ার ৯২.৭ বিগ এফএম রেডিওতে ‘সেহের’ নামক একটি অনুষ্ঠান এই প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়। প্রাত্যহিক সকালের আধ্যাত্মিকতা ও ভালো থাকার উপকরণ এই সেহের অনুষ্ঠানটির আলোচ্য বিষয়।[30] ২০১০ সালে, রাগিনী ফ্রিটো-লে ইন্ডিয়া’স কণজুমার ‘"কুরকুরে স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি"’ শিরোনামের কেম্পেইনে বিচারক নিয়োজিত হন।[31] রাগিনী ২০১১ সালে ক্যাচ ফূড কর্তৃক আয়োজিত ‘"মিক্স এন্ড ড্রিঙ্ক"’ কেম্পেইনেরও ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।[32] ২০১৩ সালে তিনি হামদার্দ ডিভিশন কর্তৃক ‘"মাই রুহআফ্জা স্টোরি"’ নামের একটি কেম্পেইনেও তাঁকে দেখা গিয়েছিলো।[33][34] ওয়েলকাম.[35]
চলচ্চিত্রের তালিকা
বছর | ছবি | চরিত্র | ভাষা | ছোট কথন |
---|---|---|---|---|
২০১১ | তিন থে ভাই | গুরলিন কওর | হিন্দি | মুক্তিলাভ করেছে |
২০১৩ | ভাজি ইন প্রব্লেম | প্রীত চিমা | পাঞ্জাবি | মুক্তিলাভ করেছে |
২০১৭ | গুরগাঁও | প্রিত | হিন্দি | মুক্তিলাভ করেছে |
২০১৯ | পো সা ম পা | শিক্ষা দেশপাণ্ডে | হিন্দি | জি ৫ এ মুক্তিলাভ করেছে |
টিবিএ | ঘুমকেতু | টিবিএ | হিন্দি | পোষ্ট-প্রোডাক্শন |
টেলিভিশন পদচারিতা
- ফিক্শন ধর্মী শো
- ২০০৮ সালঃ রাধা কি বেটিয়া কুচ কার দেখাইয়েঙ্গি – রাগিণী শর্মা হিসেবে।
- ২০০৮ সালঃ ‘জাসুবেন জয়ন্তিলাল যোশি কি জয়েন্ট ফ্যামিলি’ – বিশেষ অতিথি।[36]
- ২০০৯ সালঃ ‘ভাস্কর ভারতী’ -ভারতী
- ২০১০ সালঃ ‘শাসুরাল গেঁদা ফুল’ – সুহানা কিশোর বাজপাই ও সুহানা কাশ্যপ।
- ২০১০ সালঃ ‘বাত হামারি পাক্কি হ্যায়’ – বিশেষ অতিথি।
- ২০১০ সালঃ ‘সাপ্না বাবুল কা... বিদায়’ – সুহানা কাশ্যপ (বিশেষ চরিত্র)।
- ২০১১ সালঃ ‘এক হাজারো মে মেরি ভেহ্না হ্যায়’ – বিশেষ চরিত্র।
- ২০১১ সালঃ ‘রুখ জানা নাহি’ – গানে বিশেষ অতিথি চরিত্রে।
- ২০১২ সালঃ ‘মে লাক্ষ্মী তেরি আঙ্গন কি’ – রাগিনী খান্না (কামেও)।[18]
- ২০১৩ সালঃ ‘বাদালতে রিশ্তো কি দাস্তান’ – রাগিনী খান্না (বিশেষ অতিথি)।[37]
- ২০১৪ সালঃ ‘দিয়া অউর বাতি হাম’ – রাগিনী খান্না (কামেও)।
- রিয়ালিটি শো
- ২০০৯ সালঃ ‘দেখ ইন্ডিয়া দেখ’ – প্রতিযোগী।
- ২০০৯ সালঃ ‘দস্ কা দম, সিজন ২’ – অতিথি প্রতিযোগী।[7]
- ২০১০ সালঃ ‘বিগ মানিঃ ছোটা পার্দা বাড়া গেম’ - অতিথি প্রতিযোগী।
- ২০১০ সালঃ ‘কমেডি কা ডেইলি সোপ’ – অতিথি।[38]
- ২০১০ সালঃ ‘মিঠি চোরি নাম্বার ওয়ান’ – অংশগ্রহক।
- ২০১০ সালঃ ‘কমেডি সার্কাস কে সুপারস্টার’ – জিমি মোসেসের সাথে অতিথি শিল্পী হিসেবে।
- ২০১০ সালঃ ‘কৌন বনেগা ক্রোড়পতি ৪” – অতিথি প্রতিযোগী।
- ২০১০ সালঃ ‘ঝালাক দেখলা জা ৪’ – প্রতিযোগী।
- ২০১১ সালঃ ‘জুবিলী কমেডি সার্কাস’ – সেমিফাইনাল পর্বের উপস্থাপিকা হিসেবে।
- ২০১১ সালঃ ‘রতন কা রিশ্তা’ – অতিথি।
- ২০১১ সালঃ ‘কমেডি সার্কাস কে তানসেন’ – নৃত্য পরিবেশক হিসেবে, সিজন ফাইনাল।
- ২০১১ সালঃ ‘কমেডি সার্কাস কে নয়া দৌড়’ – অতিথি অংশগ্রহক ‘তিন কা তরকা’ সপ্তাহ।
- ২০১১ সালঃ– স্টার ইয়া রকস্টার প্রতিযোগী।[39]
- ২০১২ সালঃ ‘কাহানি কমেডি সার্কাস কি’
- ২০১২ সালঃ ‘মুভার্স অ্যান্ড শেকার্স মাশালা মার্কি’ – অতিথি।
- ২০১২ সালঃ ‘ঝালাক দেখলা জা ৫’ – উপস্থাপিকা।
- ২০১৩ সালঃ ‘ওয়েলকাম বাজি মেহমান নওয়াজি কি’ – প্রতিযোগী।
- ২০১৩ সালঃ ‘ইন্ডিয়াস বেষ্ট ড্রামেবাজ’ – উপস্থাপিকা।
- ২০১৩ সালঃ ‘ঝালাক দেখলা জা ৬’ - অতিথি অংশগ্রহক ‘তিন কা তরকা’ সপ্তাহ।[40]
- ২০১৪ সালঃ ‘কমেডি নাইটস উইথ কপিল’ – অতিথি।
- ২০১৪ সালঃ ‘গ্যাংস উইথ হাসিপুর’ – উপস্থাপিকা।
- ২০১৪ সালঃ ‘দিল হে ছোটা সা ছোটি সি আশা’ – উপস্থাপিকা।[41]
- ২০১৬ সালঃ কমেডি নাইটস্ লাইভ - মিসেস. শর্মা এবং অন্যান্য চরিত্রে।
- ২০১৬ সালঃ গুড মর্নিং উইথ রাগিনী খান্না - আপনি/উপস্থাপক।
- অন্যান্য
- ৮ম স্টার পরিবার পুরস্কার (মঞ্চ কলা প্রদর্শক/উপস্থাপিকা হিসেবে) [42]
- দিওয়ালী দিলো কি – উপস্থাপিকা [27]
- ১০ম ইন্ডিয়ান ট্যালি পুরস্কার (মঞ্চ কলা প্রদর্শক হিসেবে)[43]
- ডাবল ধামাল নাইট (ডাবল ধামাল মঞ্চ কলা প্রদর্শক হিসেবে) [44]
- রা-ওয়ান গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থাপিকা।[28]
- দিওয়ালী রিস্তো কি মিঠাস। (মঞ্চ কলা প্রদর্শক ও উপস্থাপিকা হিসেবে)[29]
- ১৩ম ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী পুরস্কার – উপস্থাপিকা।[45]
পুরস্কার ও মনোনয়ন
বছর | ক্যাটাগরী | শো'র জন্য | ফলাফল |
---|---|---|---|
অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড পুরস্কার | |||
২০১২ | অপ্সরা পুরস্কার সেরা নায়িকা ড্রামা সিরিজ | শাসুরাল গেঁদা ফুল | বিজয়ী (tied with Sakshi Tanwar)[46][47] |
বিগ টেলিভিশন পুরস্কার | |||
২০১১ | দুলারা ক্যারেক্টার ফিমেল (ফিক্শন) | শাসুরাল গেঁদা ফুল | মনোনীত[48] |
বিগ গরমা গরম যুগল (ফিকশন) (জয় সনির সঙ্গে) | বিজয়ী[48] | ||
রঙ্গিলা ক্যারেক্টার ফিমেল (ফিকশন) | মনোনীত[48] | ||
কালারস্ গোল্ডেন প্যাটেল পুরস্কার | |||
২০১২ | মোস্ট লোকপ্রিয় নন্-ফিকশন এঙ্কর | জালাক দেখ্লা জা ৫ | মনোনীত[49] |
গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টিভি অনরস্ | |||
২০১২ | বেষ্ট পার্ফোর্মেন্স ইন এ কমিক রোল | শাসুরাল গেঁদা ফুল | মনোনীত[50] |
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী পুরস্কার | |||
২০১০ | সেরা নায়িকা - নাটক(জনপ্রিয়) | শাসুরাল গেঁদা ফুল | মনোনীত[51] |
সেরা নায়িকা - নাটক(জুরি) | মনোনীত[52] | ||
২০১৩ | সেরা এঙ্কর - মিউজিক এন্ড ফিল্ম বেজড শো | ইন্ডিয়াজ বেস্ট ড্রামাবাজ | মনোনীত[53] |
ইন্ডিয়ান ট্যালি পুরস্কার | |||
২০১০ | সেরা অভিনেত্রী প্রধান চরিত্রে | শাসুরাল গেঁদা ফুল | বিজয়ী[54] |
২০১২ | সেরা অভিনেত্রী প্রধান চরিত্রে(জুরি) | মনোনীত[55] | |
স্টার পরিবার পুরস্কার | |||
২০১২ | প্রিয় বউ | শাসুরাল গেঁদা ফুল | মনোনীত[56] |
প্রিয় পত্নী | বিজয়ী[56] | ||
জি গোল্ড পুরস্কার | |||
২০১১ | সেরা অভিনেতা - নারী (জনপ্রিয়) | শাসুরাল গেঁদা ফুল | মনোনীত[57] |
সেরা তারকা যুগল | মনোনীত[57] |
তথ্যসূত্র
- "I never wanted to be an actor: Ragini"। ২০১৩-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "There's nothing real about reality shows: Ragini Khanna"। ২০১৩-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Zee TV's India's Best Dramebaaz mobile app crosses '1 million downloads' mark"। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Vote for Gangs of Hasseepur"।
- "Ragini Khanna on a high!"। ২০১২-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Bhaskar Bharti: Gender-bender"।
- "Salman & 4 beautiful women!"। ২০১৪-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Here's what Ratan 'Laali' Rajput and Ragini Khanna were up to on 'Big Money'"। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Ragini Khanna: Talent meets luck"।
- "I was offered every new show on TV: Ragini Khanna"। ২০১৩-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Why Ragini Khanna is blank, shocked, disappointed"। ১০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Diwali dhamaka with Big B and the stars"। The Times of India। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- "Ragini goes blind"। ২০১৩-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Ragini out of Jhalak Dikhhla Jaa"।
- "Ragini Khanna on singing debut"। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Grand finale of 'Jhalak Dikhhla Jaa 5' on Sunday"। Samay Live। ২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১২।
- "Ragini Khanna in Main Lakshmi.."। ২০১৩-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "'I never told people I am Govinda's niece'"।
- "Teen Thay Bhai"। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Teen Thay Bhai: Movie Review"। ২০১৩-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Akshay Kumar to launch Ragini Khanna"। ১০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Box Office: 'Bhaji in Problem' Collections"।
- "Ragini Khanna teams with Nawazuddin Siddiqui for Ghoomkethu"। ২১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "how Ragini Khanna is related to Amit Khanna?"।
- "Beauty with astrology Official"। ৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৬।
- "Special episodes on telly for festive joy"। ২০১৪-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Ra.One music launch in Mumbai"। ২০১৪-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Diwali Rishton Ki Mithas"। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "92.7 BIG FM announces Spiritual and Wellness show 'Seher' with Kamini Khanna"। ৪ মার্চ ২০১৬ তারিখে BIG FM announces Spiritual and Wellness show Seher with Beauty with Astrology Founder Kamini Khanna মূল
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬। - "Frito Lay's new Kurkure campaign encourages spending time with family"।
- "Catch Foods launches Mix 'n' Drink, a range of summer drinks with Ragini Khanna"। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Reminiscing lovely Roohafza moments"।
- "I don't throw tantrums: Ragini Khanna"।
- "Ragini Khanna irked with Life OK and their show 'Welcome'"।
- "NDTV Imagine presents the grandest Holi celebration"।
- "Ragini Khanna happy to shoot TV serial after a year"।
- "Krishna meets his cousin Ragini"। ২০১৪-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Ragini smells conspiracy on 'Star Ya Rockstar'!"। ২০১৩-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "The Tribune Lifestyle - Big Show"।
- "Now a unique game show only for women"।
- "Cineyug Worldwide manages the Star Parivaar Awards 2010"।
- "ITA celebrates a decade"। ২০১৩-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- "Cineyug salutes Bollywood comic legends at 'Double Dhamaal Nite'"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "The Indian Television Academy Awards"। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "7th Apsara awards nominees"। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "7th Apsara awards Winners"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "BIG Television awards 2011 nominations"। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "MOST LOKPRIYA NON-FICTION ANCHOR"। ২৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "2012 Jury Awards Nominees TV Awards Category"। ১৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "The 10th Indian Television Academy Awards 2010 Popular Top -4"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "The 10th Indian Television Academy Awards - Top -4 (Jury)"। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "THE INDIAN TELEVISION ACADEMY AWARDS 2013 - TOP - 5 NOMINEES (JURY & POPULAR)"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "10th Indian telly awards 2011 Winners"। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "11th Indian telly awards 2012 Winners"। ২২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "Star Parivaar Awards 2012 Nominees"। ৩০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- "List of Top finalist for Gold Awards 2011"। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাগিনী খান্না (ইংরেজি)
টেমপ্লেট:Jhalak Dikhhla Jaa 4 টেমপ্লেট:Jhalak Dikhhla Jaa 5