রাখালী

রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ‍্দীনের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।

রাখালী
লেখকজসীম উদ‍্দীন
প্রচ্ছদ শিল্পীনন্দলাল বসু
দেশব্রিটিশ ভারত বাংলাদেশ ,ভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশকপলাশ
পৃষ্ঠাসংখ্যা৬৮
আইএসবিএন৯৮৪-৪৬০-০৬০-X

জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্ঠা সংখ্যা ৬৮। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।[1]

কবিতার নাম

বইটিতে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়। ২টি কবিতা গান এর সুরে গান হিসেবে প্রচলিত।

  1. রাখালী
  2. সিঁদুরে বেসাতি (মেয়েলি গানের সুর)
  3. কিশোরী
  4. বৈদেশী বন্ধু (গান বারমাসি)
  5. রাখাল ছেলে
  6. কবর
  7. মা
  8. সুজন বন্ধুরে (গান)
  9. বৈরাগী আর বোস্টমী যায়
  10. জেলে গাঙে মাছ ধরিতে যায়
  11. মনই যদি নিবি
  12. পল্লি জননী
  13. পাহাড়িয়া
  14. শাক তুলুনী
  15. কৃষান-দুলালি
  16. গহীন গাঙের নায়া
  17. তরুণ কিশোর
  18. মনা শেখ
  19. বোশেখ শেষের মাঠ

আর পড়ুন

তথ্যসূত্র

  1. আইএসবিএন ৯৮৪-৪৬০-০৬০-X
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.