রাকেশ সিং (সৈনিক)

সেকেন্ড লেফটেন্যান্ট রাকেশ সিং (১৮ সেপ্টেম্বর ১৯৭০ - ৫ ডিসেম্বর ১৯৯২) ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসার, যিনি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মাননা পুুরস্কার অশোক চক্রকে ভূষিত করেছিলেন।


রাকেশ সিং

জন্ম(১৯৭০-০৯-১৮)১৮ সেপ্টেম্বর ১৯৭০
মৃত্যু৫ ডিসেম্বর ১৯৯২(1992-12-05) (বয়স ২২)
আনুগত্য ভারত
সার্ভিস/শাখা ভারতীয় সেনাবাহিনী
পদমর্যাদা সেকেন্ড লেফটেনেন্ট
ইউনিট২২ গ্রেনেডিয়ার্স
পুরস্কার অশোক চক্র

জীবনের প্রথমার্ধ

সিং এর জন্ম ১৮ সেপ্টেম্বর ১৯৭০ সালে। তাঁর পিতার নাম কর্নেল রাজ সিং। ক্যাডেট রাকেশ সিং ১৯৮৬ সালে জাতীয় প্রতিরক্ষা একাডেমির ৭৮ তম কোর্সে যোগদান করেছিলেন। তিনি গ্রেনেডিয়ার্সের ২২ তম ব্যাটালিয়নে এবং সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন লাভ করেন ।

সামরিক ক্যারিয়ার

সেকেন্ড লেফটেন্যান্ট রাকেশ সিংহ ৫ ডিসেম্বর ১৯৯২ সালে অপারেশন চলাকালীন বহিষ্কৃত আফগান মুজাহাদীনকে পালিয়ে যাওয়ার থেকে আটকে রাখার চেষ্টা করার সময় গুরুতর আহত অবস্থায় মাত্র ২২ বছর বয়সে দেশের জন্য শহীদ হন। একাকীভাবে তিনি মুজাহাদীনদের মধ্যে পাঁচজনকে হত্যা করতে সক্ষম হন, তবে এনকাউন্টার চলাকালীন গুরুতর আহত হন এবং আহত হয়ে শহীদ হয়ে যান।

১৯৯৩ সালে তিনি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার, অশোক চক্রকে তাঁর সর্বোচ্চ ত্যাগের জন্য ভূষিত করেন। [1][2]

তথ্যসূত্র

  1. "PVC & AC Awardees"National Defence Academy, Khadakwasla। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬
  2. "PVC & AC Awardees (detail)"National Defence Academy, Khadakwasla। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.