রাওনা ইউনিয়ন
রাওনা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
রাওনা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() | |
![]() ![]() রাওনা ![]() ![]() রাওনা | |
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | গফরগাঁও উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
গফরগাঁও উপজেলা হতে পশ্চিম দিকে আনুমানিক ৬কিঃমিঃ দূরে অবস্থান রাওনা ইউনিয়ন এর। অত্র ইউনিয়ন এর বুক চিরে বয়ে গেছে শীলা নদী এবং এশিয়ান হাইওয়ে রোড হলো যোগাযোগ এর প্রধান মাধ্যম, এই ইউনিয়ন এর পশ্চিম দিকে সীমানা বরাবর রয়েছে শিবগঞ্জ বাজার এবং ভালুকা উপজেলার শান্তিগঞ্জ বাজার। এই দুইটি বাজারকে চিহ্নিত করার জন্য সীমানা হিসেবে রয়েছে সুতিয়া নদী ও দুটি উপজেলাকে মিলিত করেছে একইসাথে দুটি ব্রিজ।
গ্রাম সমূহ
১। ধোপাঘাট
২। পাচুয়া
৩। দীঘা
৪। দীঘা পুলিয়াদী
৫। রাওনা
৬। লাউতৈল
৭। মুখি
শিক্ষা
শিক্ষার হার :৯৮.৫
শিক্ষা প্রতিষ্ঠান
১। ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
২। রাবিয়া উচ্চ বিদ্যালয়, পাচুয়া
৩। দীঘা পুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪। ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়
৫। শিবগঞ্জ বি.দাস উচ্চ বিদ্যালয়
৬। সবজে আলী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ
৭।
মাদ্রাসা
১। আয়েশা হাসান দাখিল মাদ্রাসা, শিবগঞ্জ
আপডেট করেছেন - রিপুল ইসলাম
দর্শনীয় স্থানসমূহ
১। ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার, পাচুয়া
২। রাওনা বিল
৩। ছত্রাইল বিল
৪। ধোপাঘাট বাজার ব্রিজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
ভাষা শহিদ আঃজব্বার
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | চেয়ারম্যান এর নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | মোঃ শাহাবুল আলম বি.এ | বর্তমান |
০২ | মোঃ জালাল উদ্দীন | সাবেক |
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাওনা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- "গফরগাঁও উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।