রাই জনজাতি

রাই জনজাতি, (খাম্বু জনজাতি হিসেবেও পরিচিত) পূর্ব নেপাল ও তরাই এর এক অতি প্রাচীন জাতি। এঁরা বিশাল কিরাত বা কিরান্তি জাতির একটি অংশ। অধ্যাপক, সুনীতি কুমার চ্যাটার্জী মনে করেন, এঁরা সুদূর তিব্বত, বার্মা, ও অসম হয়ে, নেপালে প্রবেশ করেছিলন।[1] বর্তমানে, রাই জনজাতির মানুষেরা নেপাল ছাড়াও পশ্চিমবঙ্গের দার্জিলিংজলপাইগুড়ি জেলা ও সিকিমে বসবাস করেন। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ওদের আগমন শুরু হয় চা চাষকে কেন্দ্র করে।

মানখিমে (মন্দির) রাইয়ের আরিতার, সিক্কিম

পাদটীকা

  1. Chatterjee, Suniti Kumar (1974) Kirata-Jana-Kriti: The Indo-Mongoloids, Their Contribution to the History and Culture of India, Calcutta: Asiatic Society

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.