রাইন-নেকার এস-বান

রাইন-নেকার এস-বান (জার্মান: S-Bahn RheinNeckar এস্‌বান্‌ রায়্‌ন্‌নেকা) জার্মানির রাইন-নেকার এলাকার পৌর রেল পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড, যা মানহাইম (Mannheim মান্‌হায়্‌ম্‌), হাইডেলবের্গ (Heidelberg হায়্‌ডেল্‌বেয়াক্‌) এবং লুডভিগ্‌সহাফেন (Ludwigshaven লুট্‌ভ়িক্স্‌হাফ়েন্‌) শহরগুলিকে সেবা প্রদান করছে।[1]

মানহাইম রেলস্টেশন
নবনির্মিত লুডভিগ্‌শাফেন স্টেশন

এই এস-বানটি রাইনলান্ড-প্‌ফাল্‌ৎস (Rheinland-Pfalz রায়্‌ন্‌লান্ট্‌ প্‌ফ়াল্‌ৎস্‌), বাডেন-ভুর্টেমবের্গ (Baden-Württemburg বাডেন্‌ ভ়্যুয়াটেম্‌বুয়াক্‌), জারলান্ড (Saarland জ়ালান্ট্‌), এবং হেসে (Hesse হেসে) অঙ্গরাজ্যের অংশবিশেষে প্রায় ২৯০ কিমি পথ জুড়ে অবস্থিত। ব্যবস্থাটিতে ৭৭টি স্টেশন আছে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.