রাইজিংবিডি.কম

রাইজিংবিডি.কম বাংলাদেশের একটি অনলাইন সংবাদ পোর্টাল যেটি দেশ ও দেশের বাইরের নানা সংবাদ বাংলাইংরেজি ভাষায় নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। পত্রিকাটি ২৪ ঘন্টাই সংবাদ সরবরাহ করে। পাঠক এটির সংবাদ বিনামূল্যে পড়তে পারেন।[3]

রাইজিংবিডি.কম
সাইটের প্রকার
অনলাইন সংবাদপত্র
উপলব্ধবাংলা ও ইংরেজি
মালিকওয়ালটন গ্রুপ[1]
সম্পাদকউদয় হাকিম[2]
অ্যালেক্সা অবস্থানবৃদ্ধি ৭,০০৮(১১ জুলাই ২০২১)
চালুর তারিখএপ্রিল ২০১৩ (2013-04)

ইতিহাস

২০১২ সালে রাইজিংবিডি.কম ওয়েবসাইটটি চালু হলেও আনুষ্ঠানিকভাবে এটি ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে। নিউজপোর্টালটির মালিক ওয়ালটন গ্রুপ[1]

২০২০ সালের ৩০ জুলাই রাইজিংবিডি.কম বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।[4]

সম্পাদক মন্ডলী

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। উদয় হাকিম অনলাইন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক। এ গণমাধ্যমের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদকও। [5] সাংবাদিক এম. এম. কায়সার রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।

সংবাদ বিভাগসমূহ

সংবাদমাধ্যমটি জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস ও অন্যান্য বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে।[6]

তথ্যসূত্র

  1. ওয়ালটন গ্রুপ
  2. "রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। রাইজিংবিডি। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১
  3. রাইজিংবিডি
  4. তথ্য মন্ত্রণালয় - নোটিশ বোর্ড (পিডিএফ)Ministry of Information
  5. "রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। দৈনিক মানবকণ্ঠ। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১
  6. https://www.risingbd.com। "Risingbd.com - প্রতি মুহূর্তের খবর"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.