রহমান (বাংলাদেশী অভিনেতা)
রহমান নামে পরিচিত আবদুর রহমান (২৭ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৮ জুলাই ২০০৫)[1] ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।[2] তিনি ১৯৫৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা, করাচি ও লাহোরে বাংলা, উর্দু ও পশতু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
রহমান | |
---|---|
জন্ম | আবদুর রহমান ২৭ ফেব্রুয়ারি ১৯৩৭ |
মৃত্যু | ১৮ জুলাই ২০০৫ ৬৮) ঢাকা, বাংলাদেশ | (বয়স
সমাধি | পঞ্চগড়, বাংলাদেশ |
পেশা | অভিনেতা, পরিচালক |
কর্মজীবন | ১৯৫৮-১৯৮২ |
কর্মজীবন
১৯৫৮ সালে ২১ বছর বয়সে খল চরিত্রে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার দিয়ে রহমানের চলচ্চিত্রে অভিষেক হয়।[2] তিনি পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে উত্তরণ, তালাশ, চান্দা, দর্শন, জোয়ার ভাটা এবং হারানো দিন (১৯৬১) চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে তিনি অভিনেত্রী শবনমের বিপরীতে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।[1] ১৯৬৭ সালে ‘দরশন’ চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি।[3]
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রহমান পাকিস্তানে উর্দু চলচ্চিত্র চাহাত, দোরাহা ও লগান চলচ্চিত্রে অভিনয় করেন। পরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার।[1][4]
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | ভাষা | টীকা |
---|---|---|---|---|---|
১৯৫৯ | এ দেশ তোমার আমার | এহতেশাম | বাংলা | অভিষেক চলচ্চিত্র | |
১৯৬০ | রাজধানীর বুকে | এহতেশাম | বাংলা | ||
১৯৬১ | হারানো দিন | মুস্তাফিজ | বাংলা | ||
যে নদী মরুপথে | সালাউদ্দিন | বাংলা | |||
১৯৬২ | চন্দা | এহতেশাম | উর্দু | ||
১৯৬৩ | তালাশ | মুস্তাফিজ | উর্দু | ||
১৯৬৪ | এইতো জীবন | জিল্লুর রহিম | বাংলা | ||
মিলন | হ্যাঁ | উর্দু | |||
১৯৬৫ | বাহানা | জহির রায়হান | উর্দু | ||
১৯৬৬ | ইন্ধন | হ্যাঁ | উর্দু | ||
১৯৬৭ | দর্শন | হ্যাঁ | উর্দু | ||
১৯৬৮ | নতুন দিগন্ত | নাজির আহমেদ | বাংলা | ||
জাহাঁ বাজে সেহনাই | ঈমান | হ্যাঁ | উর্দু | ||
গোরি | মোহসীন | উর্দু | |||
১৯৬৯ | জোয়ার ভাটা | ডাক্তার | খান আতাউর রহমান | বাংলা | |
প্যায়াসা | নজরুল ইসলাম | উর্দু | |||
কঙ্গন | হ্যাঁ | উর্দু | |||
১৯৭১ | দোস্তি | শরীফ নায়ার | উর্দু | ||
১৯৭৩ | নাদান | ইকবাল আখতার | উর্দু | ||
১৯৮২ | দেবদাস | চুনিলাল | চাষী নজরুল ইসলাম | বাংলা | বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার |
পুরস্কার
- নিগার পুরস্কার[1]
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার - দেবদাস (১৯৮২)
তথ্যসূত্র
- মোঃ কামরুল ইসলাম রুবাইয়াত (২০ জুলাই ২০১৪)। "Renowned film actor Rahman's 9th death anniversary observed"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "Bangla film hero Rehman passes away"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- মাজিদ, আলাউদ্দীন (২২ মে ২০১৬)। "ঢালিউডের সেই সেরা সাত দাপুটে নায়ক | বাংলাদেশ প্রতিদিন"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রহমান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রহমান (ইংরেজি)