রহমান (বাংলাদেশী অভিনেতা)

রহমান নামে পরিচিত আবদুর রহমান (২৭ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৮ জুলাই ২০০৫)[1] ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।[2] তিনি ১৯৫৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা, করাচি ও লাহোরে বাংলা, উর্দু ও পশতু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রহমান
১৯৬২ সালে চান্দা চলচ্চিত্রে অভিনেতা রহমান
জন্ম
আবদুর রহমান

(১৯৩৭-০২-২৭)২৭ ফেব্রুয়ারি ১৯৩৭
মৃত্যু১৮ জুলাই ২০০৫(2005-07-18) (বয়স ৬৮)
ঢাকা, বাংলাদেশ
সমাধিপঞ্চগড়, বাংলাদেশ
পেশাঅভিনেতা, পরিচালক
কর্মজীবন১৯৫৮-১৯৮২

কর্মজীবন

১৯৫৮ সালে ২১ বছর বয়সে খল চরিত্রে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার দিয়ে রহমানের চলচ্চিত্রে অভিষেক হয়।[2] তিনি পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে উত্তরণ, তালাশ, চান্দা, দর্শন, জোয়ার ভাটা এবং হারানো দিন (১৯৬১) চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে তিনি অভিনেত্রী শবনমের বিপরীতে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।[1] ১৯৬৭ সালে ‘দরশন’ চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি।[3]

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রহমান পাকিস্তানে উর্দু চলচ্চিত্র চাহাত, দোরাহালগান চলচ্চিত্রে অভিনয় করেন। পরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার[1][4]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক ভাষা টীকা
১৯৫৯ এ দেশ তোমার আমার এহতেশাম বাংলা অভিষেক চলচ্চিত্র
১৯৬০ রাজধানীর বুকে এহতেশাম বাংলা
১৯৬১ হারানো দিন মুস্তাফিজ বাংলা
যে নদী মরুপথে সালাউদ্দিন বাংলা
১৯৬২ চন্দা এহতেশাম উর্দু
১৯৬৩ তালাশ মুস্তাফিজ উর্দু
১৯৬৪ এইতো জীবন জিল্লুর রহিম বাংলা
মিলন হ্যাঁ উর্দু
১৯৬৫ বাহানা জহির রায়হান উর্দু
১৯৬৬ ইন্ধন হ্যাঁ উর্দু
১৯৬৭ দর্শন হ্যাঁ উর্দু
১৯৬৮ নতুন দিগন্ত নাজির আহমেদ বাংলা
জাহাঁ বাজে সেহনাই ঈমান হ্যাঁ উর্দু
গোরি মোহসীন উর্দু
১৯৬৯ জোয়ার ভাটা ডাক্তার খান আতাউর রহমান বাংলা
প্যায়াসা নজরুল ইসলাম উর্দু
কঙ্গন হ্যাঁ উর্দু
১৯৭১ দোস্তি শরীফ নায়ার উর্দু
১৯৭৩ নাদান ইকবাল আখতার উর্দু
১৯৮২ দেবদাস চুনিলাল চাষী নজরুল ইসলাম বাংলা বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার

পুরস্কার

তথ্যসূত্র

  1. মোঃ কামরুল ইসলাম রুবাইয়াত (২০ জুলাই ২০১৪)। "Renowned film actor Rahman's 9th death anniversary observed"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  2. "Bangla film hero Rehman passes away"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  3. মাজিদ, আলাউদ্দীন (২২ মে ২০১৬)। "ঢালিউডের সেই সেরা সাত দাপুটে নায়ক | বাংলাদেশ প্রতিদিন"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রহমান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.