রসুয়া জেলা
রসুয়া জেলা(নেপালি: रसुवा जिल्ला শুনুন , হচ্ছে নেপালের মধ্যমাঞ্চল বিকাস ক্ষেত্রের বাগমতী অঞ্চলের একটি জেলা। ধুঞ্চে হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ১,৫৪৪ কিমি২ (৫৯৬ মা২)।। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৪৩,৩০০ জন। ২০১১ সালের শুমারি অনুসারে ে জেলায় গৃহের সংখ্যা হচ্ছে ৯,৭৭৮টি।
রসুয়া জেলা रसुवा | |
---|---|
জেলা | |
নেপালের মানচিত্রে রসুয়া জেলার অবস্থান | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | মধ্যমাঞ্চল |
অঞ্চল | বাগমতী |
প্রতিষ্ঠিত | 2018 B.S. |
সদরদপ্তর | Dhunche |
আয়তন | |
• মোট | ১৫৪৪ বর্গকিমি (৫৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৪৩,৩০০ |
• জনঘনত্ব | ২৮/বর্গকিমি (৭৩/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | নেপালি, Tamang |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.