রশিদ আহমদ গাঙ্গুহি

আবু মাসুদ রশিদ আহমেদ ইবনে হিদায়াত আহমাদ আইয়ুবি আনসারি রামপুরি গাঙ্গুহী (উর্দু: ابو مسعود رشید احمد بن ہدایت احمد ایوبی انصاری رامپوری گنگوہی; আরবি: رشيد أحمد الكنكوهي, Rashīd Aḥmad al-Kankūhī; ১০ মে ১৮২৯[1]  ১১ আগস্ট ১৯০৫) ছিলেন ভারতীয় ইসলামি পণ্ডিত ও সুফি। তিনি দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক দেওবন্দি ভাবধারার ইসলামি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। মুহাম্মদ কাসেম নানুতুবির মৃত্যুর পর তিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান নিযুক্ত হন। রশিদ আহমেদ গাঙ্গোহি ও মুহাম্মদ কাসেম নানুতুবি দুজনেই দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কির কাছে সুফিবাদ শিক্ষালাভ করেন।

রশিদ আহমেদ গাঙ্গুহী
رشید احمد گنگوہی
কবর
জন্ম১০ মে ১৮২৯
গাঙ্গোহ, ভারত (কোম্পানি শাসন)
মৃত্যু১১ আগস্ট ১৯০৫ (৭৬ বছর)
গাঙ্গোহ, ভারত (ব্রিটিশ শাসন)
জাতিভুক্তভারতীয়
সম্প্রদায়সুন্নী ইসলাম
মাজহাবহানাফি
মূল আগ্রহআকিদা, তাফসির, তাসাউফ, হাদিস, ফিকহ
উল্লেখযোগ্য ধারণাদারুল উলুম দেওবন্দ
সুফি তরিকাচিশতিয়া-সাবিরিয়া-ইমদাদিয়া
শিষ্য ছিলেনহাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কি

তিনি ফিকহ ও সুফিবাদের উপর প্রায় ১৪টি বই লিখেছেন। এর মধ্যে ফতোয়া রাশিদিয়া ও হিদায়াতুশ শিয়া অন্যতম। তার অনুসারীরা তাকে একজন আলেম, হাকিম এবং শরিয়া আইন ও সুফি তরিকার ক্ষেত্রে অনুসরণীয় হিসেবে দেখে থাকে।[2]

তথ্যসূত্র

  1. Brannon Ingram (University of North Carolina), Sufis, Scholars and Scapegoats: Rashid Ahmad Gangohi and the Deobandi Critique of Sufism, p 479.
  2. আহমদ, মুবারক (২০১২)। এ স্টাডি অন এরাবিক প্রোস রাইটার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা মুহাম্মদ রাবে হাসানী নদভী। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৯১–৯৩। hdl:10603/115224

গ্রন্থপঞ্জি

দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.