রশিদ আহমদ গাঙ্গুহি
আবু মাসুদ রশিদ আহমেদ ইবনে হিদায়াত আহমাদ আইয়ুবি আনসারি রামপুরি গাঙ্গুহী (উর্দু: ابو مسعود رشید احمد بن ہدایت احمد ایوبی انصاری رامپوری گنگوہی; আরবি: رشيد أحمد الكنكوهي, Rashīd Aḥmad al-Kankūhī; ১০ মে ১৮২৯[1] – ১১ আগস্ট ১৯০৫) ছিলেন ভারতীয় ইসলামি পণ্ডিত ও সুফি। তিনি দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক দেওবন্দি ভাবধারার ইসলামি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। মুহাম্মদ কাসেম নানুতুবির মৃত্যুর পর তিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান নিযুক্ত হন। রশিদ আহমেদ গাঙ্গোহি ও মুহাম্মদ কাসেম নানুতুবি দুজনেই দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কির কাছে সুফিবাদ শিক্ষালাভ করেন।
রশিদ আহমেদ গাঙ্গুহী رشید احمد گنگوہی | |
---|---|
জন্ম | ১০ মে ১৮২৯ গাঙ্গোহ, ভারত (কোম্পানি শাসন) |
মৃত্যু | ১১ আগস্ট ১৯০৫ (৭৬ বছর) গাঙ্গোহ, ভারত (ব্রিটিশ শাসন) |
জাতিভুক্ত | ভারতীয় |
সম্প্রদায় | সুন্নী ইসলাম |
মাজহাব | হানাফি |
মূল আগ্রহ | আকিদা, তাফসির, তাসাউফ, হাদিস, ফিকহ |
উল্লেখযোগ্য ধারণা | দারুল উলুম দেওবন্দ |
ছাত্র | |
সুফি তরিকা | চিশতিয়া-সাবিরিয়া-ইমদাদিয়া |
শিষ্য ছিলেন | হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কি |
যাদেরকে প্রভাবিত করেছেন |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
|
তিনি ফিকহ ও সুফিবাদের উপর প্রায় ১৪টি বই লিখেছেন। এর মধ্যে ফতোয়া রাশিদিয়া ও হিদায়াতুশ শিয়া অন্যতম। তার অনুসারীরা তাকে একজন আলেম, হাকিম এবং শরিয়া আইন ও সুফি তরিকার ক্ষেত্রে অনুসরণীয় হিসেবে দেখে থাকে।[2]
তথ্যসূত্র
- Brannon Ingram (University of North Carolina), Sufis, Scholars and Scapegoats: Rashid Ahmad Gangohi and the Deobandi Critique of Sufism, p 479.
- আহমদ, মুবারক (২০১২)। এ স্টাডি অন এরাবিক প্রোস রাইটার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা মুহাম্মদ রাবে হাসানী নদভী। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৯১–৯৩। hdl:10603/115224।
গ্রন্থপঞ্জি
- আল-গাজ্জালী, মুহাম্মদ (১৯৯৬)। GENGÛHÎ, Reşîd Ahmed। টিডিবি এনসাক্লোপিডিয়া অব ইসলাম (তুর্কি ভাষায়)। ১৪। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃষ্ঠা ২৪–২৫। আইএসবিএন 9789753894142।
- আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৭০।
- নূরুর রহমান, মাওলানা (২০১০)। তাযকেরাতুল আওলিয়া-৫। ঢাকা, বাংলাদেশ: এমদাদিয়া পুস্তকালয় (প্রাঃ) লিমিটেড। পৃষ্ঠা ২৪২।
- নকশবন্দী, জুলফিকার আহমদ (২০১৫)। আকাবিরের ঈমানদীপ্ত জীবন চরিত। রায়পুরী, এনামুল হক কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মক্কা প্রকাশন। পৃষ্ঠা ৬৭।
- মুফতী মুঈনুদ্দীন, আবু নাঈম (এপ্রিল ২০১৩)। "ইমামে রব্বানী হযরত মাওলানা রশীদ আহমদ গাংগুহী রহ."। মাসিক আল আবরার। বসুন্ধরা, ঢাকা: মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ: ৩১,৩২,৩৩। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- শাকির, উবায়দুল্লাহ (২০১৬)। আকাবিরে উম্মাতের সোনালী জীবন। বাংলাবাজার, ঢাকা: আশরাফিয়া বুক হাউজ। পৃষ্ঠা ১৮।
- মিরাঠী, আশেকে ইলাহী (২০১৭)। তাযকিরাতুর রশিদ রহ.। বাংলাবাজার, ঢাকা: ফয়েজিয়া কুতুবখানা। আইএসবিএন 9789843425560।
- ইমামে রাব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি রহ. জীবন সমগ্র
- খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৮৫–৮৬। hdl:10603/54426।
- Yusuf, Aasia (২০১৪)। Islam and modernism: a study of Muslim scholars of Indo-Pak subcontinent (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। Aligarh Muslim University। পৃষ্ঠা 134–135।