রয় জে গ্লোবার

রয় জে গ্লোবার (জন্ম: ১ সেপ্টেম্বর, ১৯২৫) একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি ২০০৫ সালে জার্মান বিজ্ঞানী থিওডোর ওলফগ্যাং হ্যানশ এবং মার্কিন বিজ্ঞানী জন লুইস হলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

রয় জে গ্লোবার
জন্ম (1925-09-01) সেপ্টেম্বর ১, ১৯২৫
জাতীয়তাযুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণPhotodetection, কোয়ান্টাম অপটিক্স
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৫)
Albert A. Michelson Medal (1985)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতাত্ত্বিক পদার্থবিদ্যা
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাজুলিয়ান শুইঙার
ডক্টরাল শিক্ষার্থীলিও ফিলিপ কাদানফ
Daniel Frank Walls
ওয়েবসাইটhttps://www.physics.harvard.edu/people/facpages/glauber

জীবনী

গ্লোবার ১৯২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে ব্যাচেলর্স এবং ১৯৪৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.