রয় কিন

রয় মরিস কিন (জন্ম ১০ আগস্ট, ১৯৭১, কর্ক, আয়ারল্যান্ড) একজন সাবেক পেশাদার ফুটবলার এবং বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডের ম্যানেজার, যারা ২০০৬-০৭ মৌসুমে কোকা-কোলা চ্যাম্পিয়নশিপ জিতেছে।

রয় কিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রয় মরিস কিন
উচ্চতা ৫' ১১" (১.৮ মিটার)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সান্ডারল্যান্ড (ম্যানেজার)
যুব পর্যায়
১৯৭৯ - ১৯৮৯ রকমাউন্ট এ.এফ.সি.
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৯–১৯৯০
১৯৯০–১৯৯৩
১৯৯৩–২০০৫
২০০৫–২০০৬
কভ র‌্যাম্বলার
নটিংহ্যাম ফরেস্ট
ম্যানচেস্টার ইউনাইটেড
সেল্টিক
 ? (?)
১১৪ (২২)
৩২৬ (৩৩)
১০ (১)
জাতীয় দল
১৯৯১–২০০৫ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ৬৬ (৯)
পরিচালিত দল
২০০৬–বর্তমান সান্ডারল্যান্ড
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মূলত একজন মিডফিল্ডার কিন আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ছেন।[1] ১৬ বছরের সফল খেলোয়াড়ি জীবনে তিনি নটিংহ্যাম ফরেস্ট এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষে খেলেছেন। তার খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ হয়েছে স্কটিশ দল সেল্টিকের হয়ে খেলে।

তিনি আক্রমণাত্নক ধরনের খেলা খেলতে পছন্দ করেন এবং খেলায় নিজেকে শতভাগ উজাড় করে দেন ও সতীর্থদের কাছ থেকেও সেটাই আশা করেন। এই মনোভাবের কারণে তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সালে বিদায়ের আগ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হিসেবে সফল হয়েছেন। ম্যানচেস্টারে ১২ বছরের ক্যারিয়ারে তিনি দলকে অনেক শিরোপা জিততে সাহায্য করেছেন এবং এখানেই তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরেছেন।[2]

আন্তর্জাতিক পর্যায়ে তিনি প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড দলে প্রায় চোদ্দ বছর খেলেছেন যার অধিকাংশ সময়েই তিনি অধিনায়ক ছিলেন। ১৯৯৪ ফিফা বিশ্বকাপে তিনি দলের পক্ষে সবগুলো ম্যাচ খেলেছেন তবে ২০০২ ফিফা বিশ্বকাপে তাকে ম্যানেজারের সাথে বিবাদের কারণে দল থেকে বাদ দেয়া হয়।

সান্ডারল্যান্ডের ম্যানেজার হিসেবে প্রথম মৌসুমেই তিনি দলকে তেইশ তম অবস্থান থেকে শীর্ষে উন্নীত করেন। তার দল একারণে ২০০৭-০৮ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। কিনকে সান্ডারল্যান্ডের উত্থানের নায়ক হিসেবে বিবেচিত করা হয়।[3]

তথ্যসূত্র

  1. "Legend Keane announces retirement"BBC Sport
  2. "Poll of greatest Manchester United players"। ২৯ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০০৭
  3. "A jolt of T&T sets Sunderland dancing to promotion tune"। ১৩ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০০৭

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
ডেভিড জিনোলা
এফডব্লিউএ বর্ষসেরা ফুটবলার
২০০০
উত্তরসূরী
টেডি শেরিংহ্যাম
পিএফএ প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার
২০০০
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
অ্যান্ডি টাউনসেন্ড
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড অধিনায়ক
১৯৯৭-২০০২
উত্তরসূরী
স্টিভ স্ট্যানটন
পূর্বসূরী
এরিক ক্যান্টোনা
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক
১৯৯৭-২০০৫
উত্তরসূরী
গ্যারি নেভিল
পূর্বসূরী
নিয়াল কুইন
সান্ডারল্যান্ড এ.এফ.সি. ম্যানেজার
২০০৬-
উত্তরসূরী
শূণ্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.