রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Real Federación Española de Fútbol, ইংরেজি: Royal Spanish Football Federation; এছাড়াও সংক্ষেপে আরএফইএফ নামে পরিচিত) হচ্ছে স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৯ সালের ১৪ই অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৪ অক্টোবর ১৯০৯ (1909-10-14) (ফেদেরাসিওন এস্পানিয়োলা দে ক্লাবস দে ফুটবল হিসেবে)[1]
২৯ সেপ্টেম্বর ১৯১৩ (1913-09-29)[2]
সদর দপ্তরমাদ্রিদ, স্পেন
ফিফা অধিভুক্তি১৯০৪[1]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিস্পেন লুইস রুবিয়ালেস
সহ-সভাপতিস্পেন আন্তোনিও সুয়ারেস
ওয়েবসাইটwww.rfef.es

এই সংস্থাটি স্পেনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লা লিগা, কোপা দেল রে এবং স্পেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লুইস রুবিয়ালেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আন্দ্রেও কাম্পস।

কর্মকর্তা

৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিলুইস রুবিয়ালেস
সহ-সভাপতিআন্তোনিও সুয়ারেস
সাধারণ সম্পাদকআন্দ্রেও কাম্পস
কোষাধ্যক্ষএদুয়ার্দো বান্দ্রেস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকপাবলো গার্সিয়া
প্রযুক্তিগত পরিচালকহোসে মোলিনা
ফুটসাল সমন্বয়কারীফ্রাঞ্চিস্কো সেদানো
জাতীয় দলের কোচ (পুরুষ)লুইস এনরিকে
জাতীয় দলের কোচ (নারী)হোর্হে বিলদা
রেফারি সমন্বয়কারীকার্লোস বেলাস্কো কারবায়ো

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০
  2. "Adidas presentó la nueva equipación de España"। Real Federación Española de Fútbol। ২০১২-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.