রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট

রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট (এছাড়াও আন্ডারলেখট (ওলন্দাজ উচ্চারণ: [ˈɑndərlɛxt], ফরাসি : [ɑ̃dəʁlɛkt], জার্মান: [ˈandɐlɛçt]) অথবা শুধুমাত্র আরএসসিএ (ওলন্দাজ: [ˌɛrɛseːˈjaː, -seːˈʔaː], ফরাসি : [ɛʁɛsse.ɑ], জার্মান: [ˌɛɐ̯ʔɛs.tseːˈʔaː]) নামে পরিচিত) হচ্ছে আন্ডারলেখট ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আন্ডারলেখট তাদের সকল হোম ম্যাচ আন্ডারলেখটের লটো পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট কোম্পানি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন উটার ভানডেনহাউটে। বেলজীয় গোলরক্ষক হেন্ড্রিক ভান ক্রমব্রুখে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আন্ডারলেখট
পূর্ণ নামরয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট
ডাকনামবেগুনি এবং সাদা, স্পোর্টিং
পার্স-উইট
লে মুভ এ ব্লঁ
সংক্ষিপ্ত নামআরএসসিএ
প্রতিষ্ঠিত২৭ মে ১৯০৮ (1908-05-27) (প্রতিষ্ঠিত)
১৯০৯ (1909) (নিবন্ধিত)
মাঠলটো পার্ক
ধারণক্ষমতা২২,৫০০[1]
সভাপতিবেলজিয়াম উটার ভানডেনহাউটে
ম্যানেজারবেলজিয়াম ভিনসেন্ট কোম্পানি
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, আন্ডারলেখট এপর্যন্ত ৬১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩৪টি বেলজীয় প্রথম বিভাগ, ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ, ৯টি বেলজীয় কাপ, ৩টি বেলজীয় লীগ কাপ এবং ১৩টি বেলজীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা কাপ, ২টি উয়েফা কাপ উইনার্স কাপ এবং ২টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে

অর্জন

লীগ

  • বেলজীয় প্রথম বিভাগ:
    • চ্যাম্পিয়ন (৩৪): ১৯৪৬–৪৭, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০, ১৯৫০–৫১, ১৯৫৩–৫৪, ১৯৫৪–৫৫, ১৯৫৫–৫৬, ১৯৫৮–৫৯, ১৯৬১–৬২, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৫–৬৬, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৭১–৭২, ১৯৭৩–৭৪, ১৯৮০–৮১, ১৯৮৪–৮৫, ১৯৮৫–৮৬, ১৯৮৬–৮৭, ১৯৯০–৯১, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ১৯৯৯–০০, ২০০০–০১, ২০০৩–০৪, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৯–১০, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৬–১৭
  • বেলজীয় দ্বিতীয় বিভাগ:
    • চ্যাম্পিয়ন (২): ১৯২৩–২৪, ১৯৩৪–৩৫

কাপ

  • বেলজীয় কাপ:
    • চ্যাম্পিয়ন (৯): ১৯৬৪–৬৫, ১৯৭১–৭২, ১৯৭২–৭৩, ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৯৩–৯৪, ২০০৭–০৮
  • বেলজীয় লীগ কাপ:
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৭৩, ১৯৭৪, ২০০০
  • বেলজীয় সুপার কাপ:
    • চ্যাম্পিয়ন (১৩): ১৯৮৫, ১৯৮৭, ১৯৯৩, ১৯৯৫, ২০০০, ২০০১, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭

আন্তর্জাতিক

তথ্যসূত্র

  1. "Een nationaal stadion stamt uit de koloniale tijd"। erasmix.be। ১৫ মে ২০১৩। ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.