রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়

অসম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় (Assam Royal Global University) আসামের পঞ্চম ব্যক্তিগত খণ্ডের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি রয়্যাল গ্রুপ অফ ইনস্টিটিউটের একত্রিত করণ করে গঠন করা হয়েছে। অসম বিধানসভা অনুমোদন জানান অসম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় বিধি ২০১৩ র আধারে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়
Assam Royal Global University
ধরনব্যক্তিগত
স্থাপিত২০১৭
আচার্যএ.কে. পাঞ্চারী
উপাচার্যঅধ্যাপক ডঃ এস.পি. সিং
অবস্থান
শিক্ষাঙ্গনশহুরে
AcronymRGU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ
ওয়েবসাইটwww.rgu.ac

গুয়াহাটির বেতকুঁচিতে অবস্থিত বিখ্যাত বালাজি মন্দিরর বিপরীতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির আচার্য হলেন এ.কে. পাঞ্চারী। অধ্যাপক ডঃ এস.পি. সিং এবং এ.কে. মোদী বিশ্ববিদ্যালয়টির যথাক্রমে উপাচার্য এবং অতিরিক্ত উপাচার্য।[1]

শিক্ষা

রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ১৩ টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। অভিযান্ত্রিক, ব্যবস্থাপনা, স্থাপত্যবিদ্যা এবং বাণিজ্য শিক্ষার বিভিন্ন পাঠ্যক্রম চলা রয়্যাল গ্রুপ অফ ইনস্টিটিউট ২০০৯ সালে স্থাপিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির অন্তর্ভুক্ত বিদ্যালয় সমূহ হ'ল:

  • রয়্যাল অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যালয় (Royal School of Engineering & Technology) (RSET)
  • রয়্যাল ব্যবসায় বিদ্যালয় (Royal School of Business) (RSB)
  • রয়্যাল বাণিজ্য বিদ্যালয় (Royal School of Commerce) (RSC)
  • রয়্যাল স্থাপত্যবিদ্যা বিদ্যালয় (Royal School Of Architecture) (RSA)
  • রয়্যাল চারু কলা বিদ্যালয় (Royal School of Fine Arts) (RSFA)
  • রয়্যাল ভাষা বিদ্যালয় (Royal School of Language) (RSL)
  • রয়্যাল ফ্যাশন ডিজাইনিং এবং প্রযুক্তি বিদ্যালয় (Royal School of Fashion Designing & Technology) (RSFT)
  • রয়্যাল প্রায়োগিক এবং বিশুদ্ধ বিজ্ঞান বিদ্যালয় (Royal School of Applied and Pure Sciences) (RSAPS)
  • রয়্যাল তথ্য প্রযুক্তিবিদ্যা বিদ্যালয় (Royal School of Information Technology) (RSIT)
  • রয়্যাল জনসংযোগ এবং মিডিয়া বিদ্যালয় (Royal School of Communication & Media) (RSCOM)
  • রয়্যাল আচরণ এবং আনুসংগিক চিকিৎসা বিদ্যালয় (Royal School Of Behavioral & Allied Sciences) (RSBAS)
  • রয়্যাল পরিবেশন কলা বিদ্যালয় (Royal School of Performing Arts) (RSPA)
  • রয়্যাল আইন এবং প্রশাসনিক বিদ্যালয় (Royal School of Law and Administration) (RSLA) [2]

তথ্য উৎস

  1. "Riyal Global University, Guwahati"। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Assam will have a new private University - Royal Global University (RGU)"wap.business-standard.com। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.