রম্যা কৃষ্ণন

রম্যা কৃষ্ণন (জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৭০[1] হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মোট ২০০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাঁচটি ভাষায় : তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং হিন্দি। তিনি প্রায় ১০০ টি তেলুগু ও ৬০ টি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রম্যা কৃষ্ণন
কৃষ্ণন আইআইএফএ উৎসভম পুরস্কার অনুষ্ঠানে , ২০১৬ হায়দরাবাদ, ভারত জানুয়ারী ২০১৬।
জন্ম (1970-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৭০[1]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীপাশুপুলেটি কৃষ্ণন ভামসি (বি. ২০০৩)
সন্তান

প্রথম জীবন

রম্যা কৃষ্ণন চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বিখ্যাত তামিল কৌতুকাভিনেতা ছো রামাস্বামীর ভাইঝি। তিনি ভারতনাট্টম ও কুচিপুডি নৃত্যের তালিম নিয়েছে, এবং বহু অনুষ্ঠানে তার নৃত্য পরিবেশন করেছেন।[2] তার মাতৃভাষা হল তামিল

চলচ্চিত্র কর্ম

১৯৮৪ সালে ১৩ বছর বয়সে রম্যা কৃষ্ণন তৎকালীন তামিল চলচ্চিত্র ভেল্লাই মানসুতে, ই.জি. মহেন্দ্রের বিপরীতে তার অভিনয় কর্মজীবন শুরু করেন।[3] কিন্তু চলচ্চিত্রটি অনেক দেরিতে ১৯৮৬ সালে মুক্তি পায়।

রম্যা কৃষ্ণনের প্রথম তেলুগু চলচ্চিত্র ছিল ভালে মিঠুলু (১৯৮৬)। ১৯৮৯ সালে মুক্তি পায় কাসিনদুনী বিশ্বনাথের সূত্রধরুলু। তিনি ১৯৯০-এর দশকে সোনিয়ারা, মিনা, রোজা ও নাগমা পাশাপাশি তেলুগু চলচ্চিত্র শিল্পের নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন।

ব্যক্তিগত জীবন

তিনি ১২ জুন ২০০৩ সালে বিবাহ করেন তেলুগু পরিচালক কৃষ্ণন ভামসি-এর সঙ্গে। তাদের এক সন্তান রয়েছে, নাম ঋত্বিক।[4]

তথ্যসূত্র

  1. Media, Sampurn (১৬ সেপ্টেম্বর ২০০৯)। "Actress Ramya Krishnan celebrates her birthday"The New Indian Express। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  2. "Eternal beauty 'Nilambari' Ramya Krishnan celebrates her b'day"Indiaglitz। ১৫ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫
  3. Sujith P. Nair (এপ্রিল ১, ২০১৫)। "Interview with Ramya Krishnan"। Vanitha (Malayalam ভাষায়): 18–20।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.