রবের্ত লেভানদোভস্কি

রবের্ত লেভানদোভস্কি পোলীয় উচ্চারণ: [ˈrɔbɛrt lɛvanˈdɔfskʲi] (এই শব্দ সম্পর্কেশুনুন); জন্ম: ২১ আগস্ট, ১৯৮৮ একজন পোলিশ পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় ক্লাব ফুটবলের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তিনি বর্তমানে পোল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবের্ত লেভানদোভস্কি
২০১৯ সালে বায়ার্ন মিউনিখের সাথে লেভানদোভস্কি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রবের্ত লেভানদোভস্কি
জন্ম (1988-08-21) ২১ আগস্ট ১৯৮৮
জন্ম স্থান ওয়ার্সও, পোল্যান্ড
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৬–১৯৯৭ পার্টিশান্ট লেশনো
১৯৯৭–২০০৪ ভারসোভিয়া ওয়ার্সও
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫ ডেল্টা ওয়ার্সও ১৭ (৪)
২০০৫–২০০৬ লেগিয়া ওয়ার্সও ২ ১২ (২)
২০০৬–২০০৮ জ্নিকজ্ প্রুজকাও ২ (৬)
২০০৬–২০০৮ জ্নিকজ্ প্রুজকাও ৫৯ (৩৬)
২০০৮–২০১০ লেক পোজনান ৫৮ (৩২)
২০১০–২০১৪ বরুসিয়া ডর্টমুন্ড ১৩১ (৭৪)
২০১৪–২০২২ বায়ার্ন মিউনিখ ২৫৩ (২৩৮)
২০২২– বার্সেলোনা (০)
জাতীয় দল
২০০৭ পোল্যান্ড অনূর্ধ্ব ১৯ (০)
২০০৮ পোল্যান্ড অনূর্ধ্ব ২১ (০)
২০০৮– পোল্যান্ড ১৩২ (৭৬)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জিন্কেজ প্রুসক্কো-এর হয়ে পোলিশ ফুটবলের তৃতীয় ও দ্বিতীয় স্তরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরে তিনি পোলান্ডের সর্বোচ্চ স্তরের ক্লাব লেচ পজনানে যোগদান করেন এবং ক্লাবকে ২০০৯-১০ একস্ত্রাকলাসা জিততে সাহায্য করেন। ২০১০ সালে তিনি ৪৫ লক্ষ ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ড-এ যোগদান করেন। সেখানে তিনি লিগের শীর্ষ গোলদাতা হিসাবে ধারাবাহিকভাবে দুটি বুন্দেসলিগা শিরোপা জয় করেন। ২০১৩ সালে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এর ফাইনালে খেলেন।

২০১৪-১৫ মৌসুমে লেভানদোভস্কি "ফ্রি ট্রান্সফার" হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী ক্লাব বায়ার্ন মিউনিখ-এ যোগদানে সম্মত হন। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়নস লিগট্রেবল জয়ের ক্ষেত্রে তিনি অত্যান্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উক্ত তিনটি প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ২০২২-২৩ মৌসুম শুরুর পূর্বে তিনি ৫ কোটি ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন।

লেভানদোভস্কি ২০০৮ সাল থেকে পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন। পোল্যান্ডের হয়ে তিনি উয়েফা ইউরো ২০১২, উয়েফা ইউরো ২০১৬, ২০১৮ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ২০২০ টুর্নামেন্ট খেলেছেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

১৯ জুলাই ২০২২ অনুসারে

ক্লাব মৌসুম লিগ ন্যাশনাল কাপ ইউরোপ অন্যান্য মোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
ডেল্টা ওয়ার্সও ২০০৪-০৫ ৪র্থ লিগ ১৭১৯
লেগিয়া ওয়ার্সও ২ ২০০৫-০৬ ৩য় লিগ ১৩১৪
জ্নিকজ্ প্রুজকাও ২ ২০০৬-০৭ ক্লাস এ ১৪
জ্নিকজ্ প্রুজকাও ২ ২০০৬-০৭ ৩য় লিগ ২৭১৫৩২১৭
২০০৭-০৮ ২য় লিগ ৩২২১৩৪২১
মোট ৫৯৩৬৬৬৩৮
লেক পোজনান ২০০৮-০৯ একস্ত্রাকলাসা ৩০১৪১২৪৮২০
২০০৯-১০ ২৮১৮৩৪২১
মোট ৫৮৩২১৬৮২৪১
বরুসিয়া ডর্টমুন্ড ২০১০-১১ বুন্দেসলিগা ৩৩৪৩
২০১১-১২ ৩৪২২৪৭৩০
২০১২-১৩ ৩১২৪১৩১০৪৯৩৬
২০১৩-১৪ ৩৩২০৪৮২৮
মোট ১৩১৭৪১৭১০৩৬১৮১৮৭১০৩
বায়ার্ন মিউনিখ ২০১৪-১৫ বুন্দেসলিগা ৩১১৭১২৪৯২৫
২০১৫-১৬ ৩২৩০১২৫১৪২
২০১৬-১৭ ৩৩৩০৪৭৪৩
২০১৭-১৮ ৩০২৯১১৪৮৪১
২০১৮-১৯ ৩৩২২৪৭৪০
২০১৯-২০ ৩১৩৪১০১৫৪৭৫৫
২০২০-২১ ২৯৪১৪০৪৮
২০২১-২২ ৩৪৩৫১০১৩৪৬৫০
মোট ২৫৩২৩৮৩৩২৯৭৮৬৯১১৩৭৫৩৪৪
বার্সেলোনা ২০২২-২৩ লা লিগা
ক্যারিয়ারে সর্বমোট ৫৩২৩৯২৬৭৪৫১৩০৯৩১৫১০৭৪৬৫৪০

আন্তর্জাতিক

১৪ জুন ২০২২ অনুসারে

দল বছর ম্যাচ গোল
পোল্যান্ড ২০০৮
২০০৯ ১২
২০১০ ১৩
২০১১ ১১
২০১২ ১০
২০১৩ ১০
২০১৪
২০১৫ ১১
২০১৬ ১২
২০১৭
২০১৮ ১১
২০১৯ ১০
২০২০
২০২১ ১২ ১১
২০২২
মোট ১৩২ ৭৬

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.