রবীনা ট্যান্ডন

রবীনা ট্যান্ডন (জন্ম: ২৬ অক্টোবর ১৯৭৪) একজন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, এবং প্রাক্তন মডেল। তিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন, যদিও তিনি কয়েকটি তেলুগু, তামিল, কন্নড়বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০২৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। [1]

রবীনা ট্যান্ডন
২০২২ খ্রিস্টাব্দে রবীনা টেন্ডন
জন্ম
মুম্বই, মহারাষ্ট্র, ভারত
পেশাঅভিনেত্রী, প্রযোজক, টিভি উপস্থাপিকা
কর্মজীবন১৯৯১–২০০৬, ২০১১–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅনিল ট্যান্ডানি (২০০৪-বর্তমান)
সন্তান
আত্মীয়রবী টেন্ডন (পিতা)
রাজিব টেন্ডন (ভাই)
কিরণ রাঠোর (চাচাতো বোন)

রবীনা ট্যান্ডন তার অভিনয় জীবন শুরু করেন পাত্থর কে ফুল (১৯৯১) দিয়ে, এবং এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৯০-এর দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচিত্রে অভিনয় করেন - যার মধ্যে দিলওয়ালে (১৯৯৪), মোহরা (১৯৯৪), খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬) এবং জিদ্দী (১৯৯৭) অন্যতম।

প্রারম্ভিক জীবন

ট্যান্ডন ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর বোম্বে (বর্তমান মুম্বই) শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রবি ট্যান্ডন ও মাতা বীণা ট্যান্ডন। তিনি জুহুর জম্নাবাঈ নার্সি স্কুল ও মিথিবাঈ কলেজে পড়াশোনা করেন। তিনি এই কলেজে স্নাতক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করেন, কিন্তু পরে অভিনয় শুরু করার পর তিনি আর স্নাতক সম্পন্ন করতে পারেননি। জেনেসিস পিআরে ইন্টার্ন থাকাকালীন তিনি তার প্রথম চলচ্চিত্রের প্রস্তাব পান এবং তিনি তা গ্রহণ করেন।[2]

কর্মজীবন

রবীনা ট্যান্ডনের পাত্থর কে ফুল (১৯৯১) দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে হিট হয়[3] এবং এই অভিনয়ের জন্য তিনি লাক্স বর্ষসেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তার অভিনীত মোহরা, দিলওয়ালে, ও লাডলা চলচ্চিত্রগুলো বক্স অফিসে হিট হয়। তৃতীয় চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। মোহরালাডলা যথাক্রমে ১৯৯৪ সালের দ্বিতীয় ও সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[4] এই বছরে তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হল লোমহর্ষক ইমতিহান এবং কাল্ট হাস্যরসাত্মক আন্দাজ আপনা আপনা। ১৯৯৫ সালে শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত জমানা দিওয়ানা বক্স অফিসে ব্যর্থ হয়।[5]

খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬) এবং জিদ্দী (১৯৯৭) চলচ্চিত্র দিয়ে তিনি পুনরায় সফলতা অর্জন করেন। দুটি ছবিই স্ব স্ব বছরে ব্যবসাসফল হয়।[6][7] তিনি ১৯৯৭ সালে গোলাম-ই-মুস্তাফা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং ছবিটিও ব্যবসাসফল হয়। ১৯৯৮ সালে ট্যান্ডন অভিনীত আটটি চলচ্চিত্র মুক্তি পায়। অমিতাভ বচ্চনগোবিন্দের সাথে তার অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটি সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।[8] ট্যান্ডন ১৯৯৮ সালের সর্বোচ্চ আয়কারী কুচ কুচ হোতা হ্যায় চলচ্চিত্রে দ্বিতীয় মুখ্য অভিনেত্রী চরিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি কাজটি ফিরিয়ে দেন।[9] এই বছরে তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ঘরওয়ালি বাহারওয়ালি গড়পড়তার নিচে ব্যবসা করে এবং বিনাশক, পরদেশি বাবুআন্টি নাম্বার ওয়ান বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়।[8]

১৯৯৯ সালে ট্যান্ডন উপেন্দ্রর বিপরীতে কন্নড় ভাষার মনস্তাত্ত্বিক লোমহর্ষক চলচ্চিত্র উপেন্দ্র-এ অভিনয় করেন।[10] একই বছর তিনি গোবিন্দর বিপরীতে বক্স অফিসে সুপারহিট আনাড়ি নাম্বার ওয়ান-এ অভিনয় করেন এবং শূল চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন।

২০০০-এর দশকে ট্যান্ডন আরও পেশাদার হয়ে ওঠেন এবং আর্ট ফিল্ম পরিচালক ও বাস্তবতাবাদী চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি এই সময়ে বুলন্দি (২০০০) ও অক্ষ (২০০১) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। রাকেশ ওমপ্রকাশ মেহরার অক্ষ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।[11]

২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত নাট্যধর্মী দমন ছবিতে একজন নির্যাতনকারী স্বামী আঘাতে জর্জরিত স্ত্রী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[12] সমালোচক ও দর্শক এই চলচ্চিত্রে তার কাজে বিস্মিত হন এবং তার এই কাজের প্রশংসা করেন। সমালোচক তরণ আদর্শ বলেন, "রবীনা ট্যান্ডন একজন আঘাতে জর্জরিত স্ত্রীর ভূমিকার বিশ্বাসযোগ্য চিত্রায়ন দেখিয়েছেন এবং সম্মানের সাথে তা করে গেছেন। তিনি তার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে যে করুণ রস প্রদর্শন করেছেন তা আপনাকে বুঝাতে সক্ষম হবে যে তিনি একজন যথাসর্বস্ব অভিনয়শিল্পী।"[13]

ব্যক্তিগত জীবন

২০১৮ সালে দশেরায় দুই কন্যার সাথে রবীনা।

ট্যান্ডন একক মাতা হিসেবে ১৯৯৫ সালে পূজা ও ছায়া নামে যথাক্রমে ১১ ও ৮ বছর বয়সী দুটি মেয়েকে দত্তক নেন। তারা দুজন রবীনার সাথে ২০০২ সালে ফারুক শেখের সঞ্চালনায় জি টিভির জিনা ইসি কা নাম হ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।[14]

স্টাম্পড (২০০৩) চলচ্চিত্রের নির্মাণকালে তিনি চলচ্চিত্র পরিবেশক অলিন তান্ডানির সাথে প্রেমের সম্পর্কে জড়ান। ২০০৩ সালের নভেম্বরে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হয় এবং ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্তানের উদয়পুরের জগ মন্দির প্রসাদে পাঞ্জাবি রীতি অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।[15] ২০০৫ সালের ১৬ মার্চ ট্যান্ডের প্রথম কন্যা রাশার জন্ম হয়। দুই বছর পরে ২০০৮ সালের ১২ জুলাই তাদের পুত্র রণবীর বর্ধনের জন্ম হয়।[14]

পুরস্কার এবং মনোনয়ন

পুরস্কার এবং মনোনয়ন তালিকা
বছর চলচ্চিত্র পুরস্কার বিষয়শ্রেণী ফলাফল
১৯৯২ পাত্থর কে ফুল ফিল্মফেয়ার পুরস্কার লাক্স নতুন মুখ বিজয়ী
১৯৯৪ লাডলা ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
২০০২ দমন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ ফিল্মফেয়ার পুরস্কার বিশেষ পুরস্কার বিজয়ী
২০০২ অক্ষ Screen Awards শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ বলিউড মুভি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
২০০২ অক্ষ বলিউড মুভি পুরস্কার শ্রেষ্ঠ নারী সমালোচক পুরস্কার বিজয়ী
২০০২ অক্ষ Bengal Film Journalists' Association Awards শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী'[16]
২০০২ অক্ষ Awadh Samman by the Government of Uttar Pradesh বিজয়ী
২০০২ সত্য স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর শিরোনাম চরিত্র টীকা
১৯৯২ পাত্থর কে ফুল কিরন ফিল্মফেয়ার লাক্স নিউ ফেস এওয়ারড
১৯৯২ পরম্পরা বিজয়া
১৯৯৩ জিনা মরনা তেরে সংগ
১৯৯৩ এক হি রাস্তা প্রিয়া চৌধুরি
১৯৯৩ রথ সারথি তেলুগু চলচ্চিত্র
১৯৯৩ দিব্য শক্তি প্রিয়া
১৯৯৩ ক্ষত্রিয় নিলিমা
১৯৯৩ পহেলা নেশা অভন্তিকা
১৯৯৩ বাঙ্গাড়ু বুলুদু প্রিয়া তেলুগু চলচ্চিত্র
১৯৯৪ জামানে সে ক্যায় ডরনা
১৯৯৪ লাডলা কাজল নোমিনেশন — ফিল্মফেয়ার এওয়ারড ফর বেস্ট সাপোরটিং এক্ট্রেস
১৯৯৪ ইনসানিয়াত সালমা
১৯৯৪ দিলওয়ালে সপ্না
১৯৯৪ অতীশ নিশা
১৯৯৪ আন্দাজ আপনা আপনা কারিশমা / রবিনা
১৯৯৪ মোহরা রোমা
১৯৯৪ ইমতিহান প্রীতি
১৯৯৪ ম্যায় খিলাড়ি তু আনাড়ি Raveena (herself) Special appearance
1994 সাধু Selvi Tamil film
১৯৯৫ জমানা দিওয়ানা প্রিয়া মালহোত্রা
1995 সাজন কি বাহু মে Sapna Narang
1996 রক্ষক Special appearance in song "Shahar Ki Ladki"
1996 এক আনাড়ি দো খিলাড়ি Priya Rao
1996 বিজেতা Vijaya
1996 খিলাড়িওঁ কা খিলাড়ি Priya
1997 গুলাম এ মুস্তাফা Kavita
1997 দশ Nasheman (Terrorist) Incomplete film
1997 জিদ্দি Jaya
1997 দাবা Seema
1998 ঘরওয়ালি বাহারওয়ালি Kajal
১৯৯৮ বিনাশক কাজল অগ্নিহোত্রী
1998 কীমত – দে আর ব্যাক Sharmili
1998 সালাখেঁ Neha G. Rao
1998 Aunty No. 1 Sandhya
1998 Dulhe Raja Kiran Singhania
1998 Barood Neha
1998 Bade Miyan Chote Miyan Seema
1998 Pardesi Babu Karuna
1999 Shool Manjari Singh
1999 Gair Madhu
1999 Rajaji Payal
1999 Jai Hind Gulnar
1999 Anari No.1 Sapna
1999 Upendra Keerthi Kannada film
2000 Tune Mera Del Le Liyaa
2000 Anjaane Though she appeared in this movie first, Patthar Ke Phool is considered as debut.
2000 Bulandi Meena
2000 Jung Naina
2000 Kahin Pyaar Na Ho Jaaye Nisha
2000 খউফ Special appearance
2000 Ghaath Special appearance
2001 Daman: A Victim of Marital Violence Durga National Film Award for Best Actress
2001 Aks Neeta Filmfare Special Performance Award
2001 Akasa Veedhilo Indu Telugu film
২০০১ আলাভান্দান তেজাসিনি তামিল চলচ্চিত্র
ডাব হয়েছে তেলুগু এবং হিন্দি অভয় নামে
2001 Officer Meenal Patel/ Namita Sharma
2002 Agni Varsha Vishaka
2002 Akhiyon Se Goli Maare Kiran
2002 Waah! Tera Kya Kehna Salma Khan
2002 Soch Preeti Sardesai
2003 Ek Hindustani
2003 Satta Anuradha Sehgal
2003 Pran Jaye Par Shaan Na Jaye Laxmi Rathod
2003 Stumped Reema Seth
2003 Qayamat: City Under Threat Mamta
2003 এলওসি কারগিল Rampal's wife
২০০৪ জাগো শ্বেতা
২০০৪ ইয়ে লমহে জুদাই কে জয়া
2004 Police Force: An Inside Story Roma
2004 Aan: Men at Work Roshni Verma
2004 Dobara Ria
2004 Ek Se Badhkar Ek Kanchan Dhillon
2005 Pehchaan: The Face of Truth Advocate Mridula M. Khanna
2006 Sandwich Nisha S. Singh
2011 Laboratory Sohini Bengali film
২০১১ আপ কে লিয়ে হাম
২০১১ বুঢঢা... হোগা তেরা বাপ[17][18] কামিনি
২০১২ সভনা ৭ নাইটস সভনা
২০১৪ পান্ডাভুলু ঠামেডা সত্য তেলুগু চলচ্চিত্র
২০১৫ বম্বে ভেলভেট কামিও

টেলিভিশন

বছর শিরোনাম চরিত্র চ্যানেল
২০০৮চাক দে বাচ্চেজজনাইনএক্স
২০১১কমেডি কা মহা মুকাবলাজজস্টার প্লাস
২০১২ইট'স মাই লাইফহোস্টএনডিটিভি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Pratidin, Bangladesh (২০২৩-০১-২৬)। "পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৬
  2. "Raveena Tandon:I am like a dog, faithful and loyal"রেডিফ। ২৫ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  3. "1991 box office report"। ৬ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  4. "1994 box office report"। ২৯ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  5. "1995 box office report"। ২৫ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  6. "KKK: A Hit"। ২৭ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  7. "Ziddi: A Hit"1997 box office chart। ২৪ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  8. "1998 box office chart"। ২ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  9. "KKHH"। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  10. "Upendra 1999 film"। ওয়ান ইন্ডিয়া। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  11. "Raveena wins Special Performance award"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  12. "Raveena wins National Film Award"বিবিসি নিউজ। ২৮ মার্চ ২০০১। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  13. আদর্শ, তরণ। "Raveena steals the show"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  14. পার্কার, শাহীন (২৪ মে ২০১১)। "Raveena Tandon: The Wedding planner"মিড ডে। ২ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  15. "Raveena's wedding will now be a movie"রেডিফ। ২৫ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯
  16. "69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007"। Bfjaawards.com। ২৭ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০০৮
  17. "Charmme to romance Amitabh Bachchan"Times of India (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১১। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১১
  18. "Bbuddah... unit are raving about Raveena"Mid Day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.