রবি রত্নায়েকে

যোসেফ রবীন্দ্রন রবি রত্নায়েকে (সিংহলি: රවී රත්නායක; জন্ম: ২ মে, ১৯৬০) কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম পেসার ছিলেন। এছাড়াও বামহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখান রবি রত্নায়েকে

রবি রত্নায়েকে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামযোসেফ রবীন্দ্রন রত্নায়েকে
জন্ম (1960-05-02) ২ মে ১৯৬০
কলম্বো, সিলন
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার, অধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২)
৫ মার্চ ১৯৮২ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১৬ ডিসেম্বর ১৯৮৯ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৫)
১২ মার্চ ১৯৮২ বনাম পাকিস্তান
শেষ ওডিআই২ মে ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৯নন্দেস্ক্রিপ্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২২ ৭৮ ৭১ ৯০
রানের সংখ্যা ৮০৭ ৮২৪ ২,২২৫ ৯৩৪
ব্যাটিং গড় ২৫.২১ ১৪.৯৮ ২৮.৫২ ১৫.৫৬
১০০/৫০ ০/৫ ০/১ ১/১১ ০/২
সর্বোচ্চ রান ৯৩ ৫০ ১০৭ ৫১
বল করেছে ৩,৮৩৩ ৩,৫৭৩ ৯,৩৮৮ ৪,০৬০
উইকেট ৫৬ ৮৫ ১৩৩ ৯৮
বোলিং গড় ৩৫.২১ ৩৩.৭১ ৩৬.৭৭ ৩২.৮২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৮/৮৩ ৪/২৩ ৮/৮৩ ৪/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৪/- ১৮/- ১৫/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ জুন ২০১৫

ক্রিকেইনফো’র লেখক যোহন জয়াসেকেরা তাকে পেসে সজীবতা আনয়ণকারী ও বলকে যথোপযুক্ত পরিবেশে ঘূর্ণায়মানের উপযোগী হিসেবে মূল্যায়ণসহ প্রতিযোগিতাপূর্ণ ব্যাটসম্যানরূপে মন্তব্য করেন।[1] তৎকালীন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা’র সহকারী হিসেবে কাজ করেন তিনি।[2]

প্রারম্ভিক জীবন

ক্যান্ডির ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন রবি। ১৯৮০-৮১ মৌসুমে তামিলনাড়ুর অনূর্ধ্ব-২৫ দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলার জন্য শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৫ দলের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। অশান্ত ডিমেলের সাথে বোলিং উদ্বোধনে নেমে তিন উইকেট দখল করেন তিনি। এরপর শ্রীলঙ্কার দল নির্বাচকমণ্ডলীর নজর কাড়েন ও ১৯৮১ সালে ইংল্যান্ড সফরের জন্য মনোনীত হন। এ সফরের ১৫ খেলার[3] ছয়টিতে[4] অংশ নেন ও ৯ উইকেট পান।[5] তন্মধ্যে সাসেক্সের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন।[6]

টেস্ট ক্রিকেট

ফেব্রুয়ারি, ১৯৮২ সালে শ্রীলঙ্কা তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে অংশ নেয়। ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত অভিষেক টেস্টে শ্রীলঙ্কার প্রথম একাদশে ঠাঁই হয়নি তার। সিরিজ শেষে এ প্রসঙ্গে উইজডেন মন্তব্য করে যে, তাদের অধিনায়ক অসামঞ্জস্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামেন। দলে কেবলমাত্র অশান্ত ডিমেলই মিডিয়াম পেসার ছিলেন।[7] তবে, শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের পক্ষে অংশ নিয়ে ১২০ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন তিনি।

পরের মাসে শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর করে। সেখানে তিনি প্রথম ও তৃতীয় টেস্ট এবং ওডিআই সিরিজের সবকটিতেই অংশ নেন। উইজডেনের মতে, রত্নায়েকে সফরে আশানুরূপ উন্নতি ঘটিয়েছেন।[8] তবে দলের প্রধান তিন বোলারের কাছ থেকে তেমন সহায়তা পাননি।[8] লাহোরে অনুষ্ঠিত চূড়ান্ত টেস্টে শ্রীলঙ্কার ৭ উইকেটের মধ্যে তিনি তিন উইকেট পান। ঐ টেস্টে শ্রীলঙ্কা ইনিংস ও ১২০ রানে পরাজিত হয়। দ্বিতীয় ওডিআইয়ে জহির আব্বাসের উইকেট নেন যাতে শ্রীলঙ্কা স্কোরিং রেটে জয় পায়।[9]

শিয়ালকোটের জিন্নাহ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নিজস্ব সেরা বোলিং ৮/৮৩ গড়েন যা একসময় শ্রীলঙ্কান টেস্ট রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছিল।

অবসর

১৯৮৯-৯০ মৌসুম শেষে মাত্র ত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এর পরপরই অস্ট্রেলিয়ার পার্থে অভিবাসিত হন ও গ্রেড ক্রিকেটে অংশ নেন। পরবর্তীতে পরিবারসহ মেলবোর্নে চলে যান ও প্যাকেজিং কোম্পানি আমকোরে চাকরি নেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। বর্তমানে ভিক্টোরিয়ার রোভিলে স্ত্রী ও দুই সন্তানসহ অস্ট্রেলীয় নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন রত্নায়েকে।[10]

পরিসংখ্যান

টেস্টে ৫-উইকেট লাভ
#পরিসংখ্যানখেলাপ্রতিপক্ষমাঠশহরদেশসাল
৫/৪২ নিউজিল্যান্ডসিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডকলম্বোশ্রীলঙ্কা১৯৮৪
৮/৮৩১০ পাকিস্তানশিয়ালকোট জিন্নাহ স্টেডিয়ামশিয়ালকোটপাকিস্তান১৯৮৫
৫/৩৭১৩ পাকিস্তানকলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডকলম্বোশ্রীলঙ্কা১৯৮৬
৫/৮৫১৭ পাকিস্তানবড়বাটি স্টেডিয়ামকটকভারত১৯৮৭
ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ
ক্রমিক নং প্রতিপক্ষ মাঠ তারিখ অবদান ফলাফল
ওয়েস্ট ইন্ডিজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৫ ৫০ (১০১ বল: ৩x৪)  শ্রীলঙ্কা ৮ উইকেটে বিজয়ী।[11]

তথ্যসূত্র

  1. ইএসপিএনক্রিকইনফোতে রবি রত্নায়েকে (ইংরেজি)
  2. Vaas: Lanka`s unsung hero from LankaNewspapers.com, retrieved 1 May 2006
  3. Sri Lanka in England 1981 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১২ তারিখে from CricketArchive, retrieved 1 May 2006
  4. First-Class Matches played by Ravi Ratnayeke (71) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০০৭ তারিখে from CricketArchive, retrieved 1 May 2006
  5. First-class Bowling in England for 1981 (Ordered by Average) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে from CricketArchive, retrieved 1 May 2006
  6. Sussex v Sri Lankans in 1981 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০০৭ তারিখে, from CricketArchive, published on 1 May 2006
  7. SRI LANKA v ENGLAND 1981–82, from the 1983 Wisden Cricketer's Almanack, published on Cricinfo.com, retrieved 1 May 2006
  8. The Sri Lankans in Pakistan, 1981–82, from the 1983 Wisden Cricketer's Almanack, published on Cricinfo.com, retrieved 1 May 2006
  9. 2nd ODI: Pakistan v Sri Lanka at Lahore, 29 Mar 1982
  10. Coverdale, Brydon (2012). Melbourne's Sri Lankan connection – ESPNcricinfo. Published 24 December 2012. Retrieved 23 January 2013.
  11. "1984–1985 Benson & Hedges World Championship – 7th Match – Sri Lanka v West Indies – Melbourne"

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.