রবার্ট লেফকোইতজ
রবার্ট জোসেফ লেফকোইতজ (জন্ম: ১৫ এপ্রিল, ১৯৪৩) একজন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী।
রবার্ট লেফকোইতজ | |
---|---|
জন্ম | রবার্ট জোসেফ লেফকোইতজ এপ্রিল ১৫, ১৯৪৩ |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | G protein coupled receptors beta-arrestins |
পুরস্কার | ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০৭) রসায়নে নোবেল পুরস্কার (২০১২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Receptor Biology প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ডিউক বিশ্ববিদ্যালয় Howard Hughes Medical Institute |
জীবনী
লেফকোইতজের জন্ম ১৫ এপ্রিল, ১৯৪৩ সালে ব্রঙ্ক্স, নিউ ইয়র্ক শহরে এক ইহুদি পরিবারে। তার পিতা পোল্যান্ড থেকে আমেরিকায় আভিবাসী হন। [1][2] লেফকোইতজ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রসায়নে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন।[3] এই বিশ্ববিদ্যালয় থেকেই ১৯৬৬ সালে তিনি ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহযোগী অধ্যাপক এবং প্রাণরসায়নের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি মেডিসিনের পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।
পুরস্কার ও সম্মাননা
- নোবেল পুরস্কার, (২০১২)
তথ্যসূত্র
- Ralph Snyderman (২০১১-১০-০৩)। "Introduction of Robert J. Lefkowitz"। Jci.org। সংগ্রহের তারিখ ২০১২-১০-১২।
- Jay Price (২০১২-১২-৩০)। "Dr. Robert Lefkowitz, Nobel in hand, still shapes young researchers"। News & Observer। ২০১৩-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-১৭।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.