রফিনগর ইউনিয়ন

রফিনগর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]

রফিনগর
ইউনিয়ন
রফিনগর ইউনিয়ন পরিষদ।
রফিনগর
রফিনগর
বাংলাদেশে রফিনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৯′৩৬.০০১″ উত্তর ৯১°১৩′৪৫.৯৯৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাদিরাই উপজেলা 
আয়তন
  মোট৫,১৬৫ হেক্টর (১২,৭৬৪ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
  মোট২৪,০১৮
  জনঘনত্ব৪৬০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ২৯ ৬৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

ইহা দিরাই হতে ২৬ কিমি: পঁচ্চিম অবস্থিত। রফিনগর ইউনিয়ন এর আয়তন ১২,৭৬৪ বর্গ কি.মি.

ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম অধীনে বর্তমান ১২টি গ্রাম নিয়ে রফিনগর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে তৈয়ব আলী, আ: মতিন (ভারপ্রাপ্ত), মাজেদুল ইসলাম সরকার (২য় বার নির্বাচিত), তৈয়ব আলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক এলাকা


১/রফিনগর

২/মির্জাপুর

৩/মাছিমপুর

৪/বাসাখরছ

৫/মেঘনা বারঘর

৬/খাঘাউরা

৭/সেচনী

৮/আনোয়ারপুর

৯/সুলমান পুর/সুমান পুর

১০/কিত্তাগাঁও

১১/স্বজনপুর

১২/রামজীবনপুর

১৩/সাদিরপুর

১৪/হাসনাবাদ

১৫/গাজিয়ারগাঁও

১৬/সমীপুর

১৭/নয়াগাঁও

১৮/কুড়িগাঁও

১৯/পুরন্দরপুর

২০/জগন্নাথপুর

২১/বলনপুর

২২/দুর্লভপুর

২৩/আলীপুর

এবং তিনটি বাজার রয়েছে,এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাবাজার, নয়াগাঁও বাজার ও ছয় পাড়া বাজার(বলনপুর)।

আয়তন ও জনসংখ্যা

পরিষদ একটি। ইহা দিরাই উপেজলার অন্তর্গত। ইহা দিরাই হতে ২৬ কিমি: পঁচ্চিম  অবস্থিত। রফিনগর ইউনিয়ন এর আয়তন   ১২,৭৬৪ বর্গ কি.মি.

।৯টি ওয়ার্ড এবং ২৬টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠিত।এ ইউনিয়নে  ৩৪৫৭৩  লোকের বাস।এর মধ্যে ১৭৯৯০জন পুরুষ এবং ১৬৫৮০ জন মহিলা। জনসেবার জন্য প্রশাসন এ লক্ষ্য ও উদ্দেশ্যে ইউনিয়ন পোর্টাল তৈরীর এ প্রয়াস। গবেষক ,পর্যটক, জ্ঞানপিপাসু ও দর্শনার্থীরা জেলা, উপজেলা এবং ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ও স্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন এবং এর ফলে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণের দূরত্ব কমে আসবে এবং জনসেবার জন্য প্রশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন দিগন্তের সূচনা করবে । সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ ইউনিয়ন  পোর্টাল চালু করা হলো। কিছু সীমাবদ্ধতা নিয়ে এর যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এটিকে উন্নততর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে যে কোন পরামর্শ, উপদেশ ও মতামত ধন্যবাদের সাথে সাদরে গ্রহণ করা হবে।

খানার সংখ্যা ৪৫৯৪টি।

শিখন প্রতিষ্টান

সরকারী প্রাঃ বিদ্যালয় ১০টি

রেজিষ্টার বিদ্যালয় ১৩টি

উচ্চ বিদ্যালয় ১টি

নিম্ন মাদ্যমিক ১টি।

মাদ্রাসা ১টি।

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০২০ তারিখে

শিক্ষা

শিক্ষার হার :

'শিক্ষা প্রতিষ্ঠানরফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়'

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ রেজওয়ান হোসেন খান

চেয়ারম্যানগণের তালিকা

তথ্যসূত্র

  1. "রফিনগর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ জুন ২০১৪। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০
  2. "দিরাই উপজেলা"বাংলাপিডিয়া। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.