রফিক-উম-মুনীর চৌধুরী

রফিক-উম-মুনীর চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষক এবং অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক।[1] অনুবাদে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[2]

রফিক-উম-মুনীর চৌধুরী
জন্ম
জাতীয়তাবাংলাদেশি
পেশাশিক্ষক ও অনুবাদক
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

জীবনী

রফিক-উম-মুনীর চৌধুরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।[3] তার পৈতৃক নিবাস ফেনী জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নে হলেও শৈশব কাটিয়েছেন ঢাকার পুরানা পল্টনে।[4] কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি স্প্যানীয় ভাষা ও সাহিত্যে স্পেনের গ্রানাদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে তুলনামূলক সাহিত্যে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[3]

কুমিল্লা ক্যাডেট কলেজে থাকাকালীন রফিক লেখালেখি শুরু করেন।[3] পরবর্তীতে বিভিন্ন দৈনিকে প্রবন্ধ প্রকাশ করেন।[3]

ব্যক্তিগত জীবন

রফিক-উম-মুনীর চৌধুরী, নাজমুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ৩ সন্তান রয়েছে, জাহরা, রিফাত এবং জুমানা।

সাহিত্যকর্ম

  • আধুনিক লাতিন আমেরিকান গল্প
  • আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা

পুরস্কার

  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

তথ্যসূত্র

  1. "আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়"আধুনিক ভাষা ইনস্টিটিউট। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  3. কর্নেলকে কেউ লেখে না। প্রথমা প্রকাশন। পৃষ্ঠা বই কাভার।
  4. "রফিক-উম-মুনীর চৌধুরী"বিডিনিউজ২৪। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.