রফিক-উম-মুনীর চৌধুরী
রফিক-উম-মুনীর চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষক এবং অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক।[1] অনুবাদে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[2]
রফিক-উম-মুনীর চৌধুরী | |
---|---|
জন্ম | চট্রগ্রাম জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | শিক্ষক ও অনুবাদক |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১) |
জীবনী
রফিক-উম-মুনীর চৌধুরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।[3] তার পৈতৃক নিবাস ফেনী জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নে হলেও শৈশব কাটিয়েছেন ঢাকার পুরানা পল্টনে।[4] কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি স্প্যানীয় ভাষা ও সাহিত্যে স্পেনের গ্রানাদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে তুলনামূলক সাহিত্যে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[3]
কুমিল্লা ক্যাডেট কলেজে থাকাকালীন রফিক লেখালেখি শুরু করেন।[3] পরবর্তীতে বিভিন্ন দৈনিকে প্রবন্ধ প্রকাশ করেন।[3]
ব্যক্তিগত জীবন
রফিক-উম-মুনীর চৌধুরী, নাজমুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ৩ সন্তান রয়েছে, জাহরা, রিফাত এবং জুমানা।
সাহিত্যকর্ম
- আধুনিক লাতিন আমেরিকান গল্প
- আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা
পুরস্কার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)
তথ্যসূত্র
- "আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়"। আধুনিক ভাষা ইনস্টিটিউট। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- কর্নেলকে কেউ লেখে না। প্রথমা প্রকাশন। পৃষ্ঠা বই কাভার।
- "রফিক-উম-মুনীর চৌধুরী"। বিডিনিউজ২৪। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।