রফিকুল ইসলাম বকুল

রফিকুল ইসলাম বাকুল (আনু.১৯৫০- ১০ নভেম্বর ২০০০) বাংলাদেশী রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান। তিনি পাবনা-৫ (পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির হয়ে দুইবার (ফেব্রুয়ারি ১৯৯৬জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।[1][2][3]

রফিকুল ইসলাম বকুল
পাবনা-৫ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬  ১৯৮৮
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯৬  ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৫০
পাবনা
মৃত্যু১০ নভেম্বর ২০০০
কোনাবাড়ী, সিরাজগঞ্জ জেলা। (সড়ক দুর্ঘটনায়)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালের পূর্বে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সম্পর্কআব্দুর রাজ্জাক মুকুল (ভাই)
পেশাব্যবসা ও রাজনীতি

প্রাথমিক জীবন

রফিকুল ইসলাম বকুল আনু.১৯৫০ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার ভাই আব্দুর রাজ্জাক মুকুল মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন পাবনা-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।

রাজনৈতিক ও কর্মজীবন

রফিকুল ইসলাম বকুল দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি পাবনা-৫ (পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির হয়ে দুইবার (ফেব্রুয়ারি ১৯৯৬জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।[1][2][3][4]

মুক্তিযুদ্ধ

রফিকুল ইসলাম বকুল পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।[5]

মৃত্যু

রফিকুল ইসলাম বকুল ১০ নভেম্বর ২০০০ সালে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্মরণে পাবনায় তার নামে ‘স্বাধীনতা চত্বর’ স্থাপন করা হয়।[5][6][7]

তথ্যসূত্র

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  4. "রফিকুল ইসলাম বকুল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  5. "বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  6. "পাবনায় 'রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর' নির্মাণ শুরু"Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  7. "মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে পাবনা টাউন হলের পৌরমঞ্চের নামকরণ"somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.