রতুয়া নদী

রতুয়া নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি নাগর নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট হয়৷

রতুয়া নদী
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসনন্দলাল খোয়া বিল
মোহনাতিলগাঁও, ইসলামপুর
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য৩৮ কিলোমিটার
নিষ্কাশন


গতিপথ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নন্দলাল খোয়া নামক এক বিল থেকে রতুয়া নদীর উৎপত্তি। মাটিকুণ্ডা ২, জগতাগাঁ, দুর্গাপুর ও বোচাভিটা প্রভৃতি গ্রামপঞ্চায়েতগুলি অতিক্রম করে নদীটি তিলগাঁতে নাগর নদীর সাথে মিশেছে। গ্রীষ্মকালে এই নদীর জল শুকিয়ে গেলেও বর্ষাকালে জলপুষ্ট থাকে৷[1]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.