রড টাকার

রড টাকার (ইংরেজি: Rod Tucker; জন্ম: ২৮ আগস্ট ১৯৬৪) নিউ সাউথ ওয়েলসের অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেট খেলার একজন জনপ্রিয় আম্পায়ার। তিনি আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার একজন সদস্য। তার পুরো নাম রডনি জেমস টাকার। একজন ক্রিকেটার হিসেবে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলের পক্ষ হয়ে ১৯৮৫-৮৬ থেকে ১৯৮৭-৮৮ পর্যন্ত খেলেছেন। ১৯৯১-৯২ থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত তাসমানিয়ান টাইগার দলের সহ-অধিনায়ক ছিলেন। এছাড়াও, সংক্ষিপ্ত সময়ের জন্য ক্যানবেরা কমেটস দলের পক্ষ হয়ে অধিনায়ক/কোচ হিসেবে ১৯৯৯-২০০০ মৌসুমে অবসর গ্রহণ করেন।

রড টাকার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরডনি জেমস টাকার
জন্ম (1964-08-28) ২৮ আগস্ট ১৯৬৪
অবার্ন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কড্যারেন টাকার (ভাই)
ম্যাক্স টাকার (ভাতিজা)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৬  ১৯৮৮এনএসডব্লিউ
১৯৮৮  ১৯৯৯তাসমানিয়া
১৯৯৯  ২০০০ক্যানবেরা
এফসি অভিষেক৯ই জানুয়ারি ১৯৮৬ এনএসডব্লিউ বনাম এসএ
শেষএফসি১লা জানুয়ারি ১৯৯৯ তাস বনাম ভিক্টোরিয়ান বুশরেঞ্জার্স
এলএ অভিষেক২২শে মার্চ ১৯৮৬ এনএসডব্লিউ বনাম জিম্বাবুয়ে
শেষ এলএ৩০শে জানুয়ারি ২০০০ ক্যানবেরা বনাম এসএ
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার৫৩ (২০১০–২০১৭)
ওডিআই আম্পায়ার৬৯ (২০০৯–২০১৭)
টি২০আই আম্পায়ার৩৫ (২০০৯–২০১৬)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০৩ ৬৫
রানের সংখ্যা ৫০৭৬ ১২৫৫
ব্যাটিং গড় ৩৬.২৫ ২৪.১৩
১০০/৫০ ৭/২৮ ০/৭
সর্বোচ্চ রান ১৬৫ ৮৫
বল করেছে ১০০৫০ ২৪৯২
উইকেট ১২৩ ৬৯
বোলিং গড় ৪১.৪০ ২৮.৭২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৫৬ ৪/৩০
ক্যাচ/স্ট্যাম্পিং ৬৯/০ ২০/০
উৎস: ক্রিকেট আর্কাইভ, ১৪ জুন ২০১৭

খেলোয়াড়ী জীবন

বামহাতি ব্যাটসম্যান হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৬.২৫ রান গড়ে ৫,০৭৬ রান করেছিলেন। এছাড়াও, ডানহাতি মিডিয়াম বোলার ছিলেন তিনি ও ৪১.৪০ রান গড়ে ১২৩টি উইকেটও লাভ করেন। তাসমানিয়া দলের পক্ষ হয়ে ১৯৯৩-৯৪ এবং ১৯৯৭-৯৮ মৌসুমে দলকে শেফিল্ড শিল্ডে দুইবার রানার্স-আপ করিয়েছেন।

খেলোয়াড়ী জীবন শেষে ক্রিকেট খেলায় আম্পায়ারিং জগতে প্রবেশ করেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক তিনি আন্তর্জাতিক আম্পায়ারের তালিকায় আম্পায়ার হিসেবে মনোনীত হন।[1] তারপর তিনি খুব দ্রুততার সাথে ২০১০ সালে আইসিসি এলিট আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হন।

বিতর্কিত ভূমিকা

১৬ আগস্ট ২০১২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ টেস্ট সিরিজের চূড়ান্ত টেস্টে রড টাকার তৃতীয় আম্পায়াররূপে দায়িত্ব পালনকালে খুবই বিতর্কিত সিদ্ধান্ত দেন। ইংলিশ বোলার স্টিভেন ফিন জাক ক্যালিসের বিরুদ্ধে লেগ সাইডে ক্যাচের মাধ্যমে আউটের আবেদন জানালে আম্পায়ার কুমার ধর্মসেনা নট আউট ঘোষণা দেন। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দল সিদ্ধান্তের বিরুদ্ধে পুণর্বিবেচনার আবেদন জানালে রড টাকার আউট হিসেবে ঘোষণা করেন। কিন্তু তিনি ক্যালিস কর্তৃক ব্যাটের নিচ থেকে হাতের সংস্পর্শ না থাকার বিষয়টি বিবেচনায় আনেননি।[2]

২৮ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ খেলায় বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস কে ভারতীয় বোলার কেদার যাদব এর একটি বলে ভারতের উইকেটকিপার ধোনি স্ট্যাম্পিং করলে মাঠ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠান। তৃতীয় আম্পায়ার হিসেবে রড টাকার সেদিন লিটন দাস এর পায়ের অগ্রভাগ মার্জিন লাইনের ঠিক ওপরে থাকলেও তাকে আউট দিয়ে বিতর্কিত হন।[3]

আম্পায়ারিং পরিসংখ্যান

১৪ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত রড টাকারের আম্পায়ারিং পরিসংখ্যান নিম্নরূপ:

অভিষেক সর্বশেষ সর্বমোট
টেস্ট ক্রিকেট নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সেডন পার্ক, হ্যামিলটন, ফেব্রুয়ারি ২০১০ নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, হ্যামিলটন, মার্চ, ২০১৭ ৫৩
ওয়ান-ডে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বেলেরিভ ওভাল, হোবার্ট, জানুয়ারি, ২০০৯ ইংল্যান্ড বনাম পাকিস্তান, কার্ডিফ, জুন, ২০১৭ ৬৯
টি২০ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, জানুয়ারি ২০০৯ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, এপ্রিল, ২০১৬ ৩৫

তথ্যসূত্র

  1. "Tucker elevated to Australia's international panel"Cricinfo। ২০০৮-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-০৩
  2. Day 1,South Africa vs england at lords, collect: 16 Sep, 2012

আরও দেখুন

বহিঃসংযোগ

পূর্বসূরী
ডার্ক ওয়েলহ্যাম
প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাসমানীয় অধিনায়ক
১৯৯১/৯২-৯৪/৯৫
উত্তরসূরী
জেমি কক্স
পূর্বসূরী
ডার্ক ওয়েলহ্যাম
ওয়ান-ডে ক্রিকেটে তাসমানীয় অধিনায়ক
১৯৯২/৯৩-৯৫/৯৬
উত্তরসূরী
জেমি কক্স
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.