রজার কর্নবার্গ
রজার কর্নবার্গ (ইংরেজি: Roger D. Kornberg) (জন্ম: এপ্রিল ২৪, ১৯৪৭) মার্কিন জীব-রসায়নবিদ এবং স্ট্যানফোর্ড ইউনিভারসিটির স্কুল অব মেডিসিন বিভাগের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক, একজন নোবেল ল'রিয়েট।
রজার কর্নবার্গ | |
---|---|
জন্ম | রজার ডেভিড কর্নবার্গ ২৪ এপ্রিল ১৯৪৭ |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (স্নাতক), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (পিএইচডি) |
পরিচিতির কারণ | Transmission of genetic information from DNA to RNA |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০০৬), Louisa Gross Horwitz Prize (2006), Gairdner Foundation International Award (2000), Harvey Prize (1997) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Structural biology |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
স্বাক্ষর | |
জীবনবৃত্তান্ত
১৯৪৭ সালে রজার সেন্ট লুইস, মিসৌরিতে জন্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল-ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সাল থেকে তিনি ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক।
নোবেল পুরস্কার
রজার জেনেটিক গবেষণার জন্য ২০০৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[1]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.