রজম

রজম (رجم) একটি আরবী শব্দ যার অর্থ প্রস্তরে নিক্ষেপণ।[2][3]

২০১৩ খ্রিষ্টাব্দের একটি মানচিত্রে সেই সমস্ত দেশগুলিকে দেখানো হয়েছে যেখানে প্রস্তর নিক্ষেপণের মাধ্যমে শাস্তি দেওয়া হয়ে থাকে।[1]

ইসলামী আইন অনুসারে ব্যভিচারের ক্ষেত্রে বিবাহিত অপরাধীকে প্রস্তর নিক্ষেপে হত্যা করতে হবে এবং অবিবাহিত অপরাধীকে বেত্রাঘাতের পর নির্বাসনে পাঠানো হবে। অপরাধী নারী না পুরুষ, সেটা বিবেচ্য বিষয় নয়।

রজম বিষয়ক হাদীস

ইবনে মাসউদ (রা.) বলেন- রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘ আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“কোনো মুসলিমের রক্তপাত করা তিনটি কারণ ব্যতীত বৈধ নয়- বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, আর যদি প্রাণের বদলে প্রাণ নিতে হয়। আর যদি কেউ স্বীয় দ্বীনকে পরিত্যাগ করে মুসলিম জামা‘আত হতে আলাদা হয়ে যায়।” [বুখারী ৬৮৭৮, মুসলিম ১৬৭৬][4]

রজম সম্পর্কে সহীহ মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, যেখানে বর্ণনা পাওয়া যায় যে একই ব্যভিচারের অপরাধে শাস্তি হিসেবে এক নারীকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হয়েছিল এবং এক পুরুষকে একশ বেত্রাঘাত করে এক বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল। সেখানে নারীটি ছিল বিবাহিতা এবং পুরুষটি ছিল অবিবাহিত।[5] সহীহ মুসলিম শরীফের অন্য একটি হাদিসে বলা হয়েছে,

তথ্যসূত্র

  1. Emma Batha, Stoning - where does it happen? Thomson Reuters Foundation, September 29 2013
  2. E. Ann Black, Hossein Esmaeili and Nadirsyah Hosen (2014), Modern Perspectives on Islamic Law, আইএসবিএন ৯৭৮-০৮৫৭৯৩৪৪৭৫, pp. 222-223
  3. Rudolph Peters, Crime and Punishment in Islamic Law, Cambridge University Press, আইএসবিএন ৯৭৮-০৫২১৭৯৬৭০৫, pp. 37
  4. iHadis Website
  5. সহীহ মুসলিম শরীফ [১ম হইতে ৮ম খন্ড এক ভলিয়মে সমাপ্ত] অনুবাদ: শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ আজীজুল হক। আলহাজ্ব মোঃ সোলায়মান চৌধুরী, একুশে বই মেলা। ২০০৭ সন। পৃষ্ঠা ১১০০ পাতা। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.