রচনা ব্যানার্জী

রচনা ব্যানার্জী (ইংরেজি: Rachna Banerjee) কলকাতার ভারতীয় বাংলা এবং ওড়িশ্যা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া তিনি দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[1]

রচনা ব্যানার্জী
জন্ম
ঝুমঝুম ব্যানার্জী

পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯০–বর্তমান
দাম্পত্য সঙ্গীসিদ্ধার্থ মহাপত্র (২০০৪-০৫), প্রবাল বসু (২০০৬-বর্তমান)

রচনার জন্ম ১৯৭৪ সালের ২ অক্টোবর, কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত। রচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেশকিছু ওড়িশ্যা চলচ্চিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপত্র-এর সঙ্গে। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি উপেন্দ্র ও চিরঞ্জীবের সাথে দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৯০-এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্য তিনি প্রথমসারির নায়িকা হিসাবে খ্যাতি পান।

ব্যক্তিগত জীবন

রচনা ব্যানার্জী ১৯৯০ সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জেতেন। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে (১৯৯৩) তার নাম রাখেন রচনা। রচনা কটকে সিদ্ধার্থ মহাপত্র-কে বিয়ে করেন। পরে তাদের ছাড়াছাড়ি হয় এবং ওড়িশ্যা চলচ্চিত্র ছেড়ে দেন। [1] পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন এবং তাদের একমাত্র ছেলে প্রনিল বসু।

অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনে একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান করছেন দিদি নাম্বার ১ নামে জি বাংলা চ্যানেলে।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রভাষামন্তব্য
১৯৯৩দান প্রতিদানবাংলা
১৯৯৪পাথরো খাঁশুচি বরা দেউলুওড়িয়া
১৯৯৪তপস্যাবাংলা
১৯৯৪সাগর গঙ্গাওড়িয়া
১৯৯৪ভাই হেলা ভাগারিওড়িয়া
১৯৯৪আমোদিনীওড়িয়া
১৯৯৫সুভদ্রাওড়িয়া
১৯৯৬যশোদাওড়িয়া
১৯৯৬সিন্দুরা নুহে খেলা ঘরোওড়িয়া
১৯৯৬পুভারাসনতামিল
১৯৯৬সুহাগ্‌ সিন্দুরাওড়িয়া
১৯৯৬টাটা বিড়লাতামিল
১৯৯৭গঙ্গা যমুনাওড়িয়া
১৯৯৭লকশে শিবা পুজি পাইছি পুয়াওড়িয়া
১৯৯৭নারী বি পিণ্ডিপারে রক্তা সিন্দুরাওড়িয়া
১৯৯৭ভাইমায়ে ভেল্লুমতামিল
১৯৯৮কন্যাদানামতেলুগুসাথে উপেন্দ্র
১৯৯৮পুতুলের প্রতিশোধবাংলা
১৯৯৮সুনা পালিঙ্কিওড়িয়া
১৯৯৮সহরো জালুছিওড়িয়া
১৯৯৮বাভাগারু বাগুনারাতেলুগুসাথে চিরঞ্জীবী
১৯৯৮সান্তানাওড়িয়া
১৯৯৮সুলতানতেলুগু
১৯৯৮নেনু প্রেমিস্থুনানুতেলুগু
১৯৯৮মাভিডাকুলুতেলুগু
১৯৯৯রাখি ভিজিগলা আঁখি লুহা রেওড়িয়া
১৯৯৯সুরইয়াবন্‌শমহিন্দি
১৯৯৯পিল্লা নাচিন্দিতেলুগু
২০০০সাগর গঙ্গাওড়িয়া
২০০০ধারাম সহিলে হেলাওড়িয়া
২০০০লক্সমি প্রতিমাওড়িয়া
২০০০প্রিথসু থাপ্পেনিল্লাকন্নড়
২০০০রাজাওড়িয়াসাথে মিঠুন চক্রবর্তী
২০০০ভান্না থামিয্‌ পাট্টুতামিল
২০০০সুনা হারিনিওড়িয়া
২০০০কান্দেহি আখিরি লুহাওড়িয়া
২০০১নারী নুহে তু নারায়ানিওড়িয়া
২০০১মো কোলা তো ঝুলানাওড়িয়া
২০০১সিংহ বাহিনীওড়িয়া
২০০১উসিরেকন্নড়
২০০২কাল্কি অবতারওড়িয়া
২০০২কথা দেইথিলি মা ক্যুওড়িয়া
২০০২সেই ঝিয়াটিওড়িয়া
২০০২হার জিতবাংলাসাথে ফেরদৌস আহমেদ
২০০৩সরাপাঞ্ছু বাবুওড়িয়া
২০০৩নায়াকা নুহে খলা নায়াকাওড়িয়া
২০০৩সবুজ সাথিবাংলা
২০০৩গুরুবাংলাসাথে বাপি সাহু
২০০৩মায়ের আঁচলবাংলা
২০০৩লাহিরি লাহিরি লোতেলুগু
২০০৪পরিবারবাংলা
২০০৪দাদু নং ১বাংলাসাথে ফেরদৌস আহমেদ
২০০৫অগ্নিওড়িয়া
২০০৫বাজিবাংলা
২০০৫রাজমহলবাংলা
২০০৫স্বামীর দেওয়া সিঁদুরবাংলা
২০০৫সাথী আমারবাংলা
২০০৫গ্যাঁড়াকলবাংলা
২০০৬অগ্নিশপথবাংলা
২০০৭তুলকালামবাংলাসাথে মিঠুন চক্রবর্তী
২০০৮জন্মদাতাবাংলা
২০০৮টক্করবাংলা
২০০৮বিয়ের লগ্নবাংলাবাংলাদেশে এর নাম মায়ের মত ভাবী
২০০৮মিস্টার ফানটুস্‌বাংলা
২০০৯আমি তোমাদের মেয়েবাংলা
২০০৯কুরুক্ষেত্রওড়িয়াসাথে মিঠুন চক্রবর্তী
২০০৯লক্ষভেদবাংলা
২০০৯চাওয়া পাওয়াবাংলা
২০১০মহা সতী সাবিত্রীবাংলা
২০১১মউবনে আজবাংলা
২০১১জয় বাবা ভোলেনাথবাংলা
২০১৩গোয়েন্দা গোগোলবাংলা
২০১৪রামধনু - দ্যা রেনবওবাংলা
২০১৫বৌদি.কমবাংলা[2]

টেলিভিশন

পুরস্কার

  • কলাকার পুরস্কার[3]
  • ভারত নির্মাণ পুরস্কার
  • ওড়িশ্যা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার
  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ব বিশেষ চলচ্চিত্র পুরস্কার
  • টেলি সম্মান পুরস্কার
  • ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "Sidhant runs into' Rachana"The Times of India। এপ্রিল ১১, ২০০৯। ডিসেম্বর ১৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৪, ২০১৫
  2. "Filmography of Rachana Banerjee"gomolo.com। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-২৭
  3. "Kalakar award winners" (পিডিএফ)। Kalakar website। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.