রঘুবর দাস

রঘুবর দাস (জন্ম: ৩ মে, ১৯৫৫) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ২৮ ডিসেম্বর ২০১৪ সালে ঝাড়খণ্ডের ৬ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। [2] তিনি টাটা স্টিলের একজন প্রাক্তন কর্মী, তিনি ১৯৯৫ সাল থেকে জামশেদপুর পূর্ব বিধানসভা থেকে পাঁচবার বিধানসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময় উপ-মুখ্যমন্ত্রীর এবং নগর উন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। জরুরি অবস্থার (২৫ জুন ১৯৭৫) সময়, তিনি কারাবাসও করেছেন।

রঘুবর দাস
ঝাড়খণ্ডের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ ডিসেম্বর ২০১৪
গভর্নরসৈয়দ আহমেদ
ড্রপাদি মুরমু
পূর্বসূরীহেমন্ত সোর
ঝাড়খন্ডের উপ প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০০৯  ২৯ মে ২০১০
মুখ্য মন্ত্রীশিবু সোর
ঝাড়খন্ডের আইন পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৫৫–শায়িত্ব (পাঁচটি শর্তাবলী)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-05-03) ৩ মে ১৯৫৫
জামশেদপুর, বিহার, ভারত
(now in Jharkhand, ভারত)
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীরুকমিনি দেবী[1]
সন্তান
বাসস্থান89 / Line no-3, Bhalubasa, Jamshedpur

প্রথম জীবন

রঘুবর দাস পিছিয়ে পরা শ্রেণি (ও.বি.সি) তিলী পরিবারের অন্তর্গত। [3][4] ১৯৫৫ সালের ৩ মে তিনি একটি ইস্পাত কোম্পানীর শ্রমিক চওয়ান রামের সন্তান হিসাবে জন্ম গ্রহণ করেন। তিনি ভলবাসা হরিজন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, এবং বি.এসসি সম্পন্ন করেন জামশেদপুর কো-অপারেটিভ কলেজ থেকে। তিনি একই কলেজ থেকে আইন অধ্যয়ন এবং এলএলবি ডিগ্রী অর্জন করেন। গবেষণার পর তিনি টাটা স্টিলকে একজন শ্রমিক হিসেবে যোগ দেন। [5][6]

তথ্যসূত্র

  1. https://www.telegraphindia.com/1141203/jsp/jharkhand/story_19159998.jsp
  2. "Raghuvar Das: The rise of BJP's grassroot worker to Jharkhand CM nominee"
  3. India TV Politics Desk। "Know Raghubar Das, the first non-tribal Chief Minister of Jharkhand"
  4. Radhika Ramaseshan (২৬ ফেব্রুয়ারি ২০১৩)। "New BJP chief only in March - Rajnath to choose from Prasad, Das and Rai"The Telegraph
  5. "Profile of Jhakhand CM designate Raghubar Das"IBNlive। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
  6. "Raghubar Das: Here's all you need to know about the first non-tribal CM of Jharkhand"Firstpost। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.