রঘুনাথপুর, পুরুলিয়া জেলা

রঘুনাথপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি রঘুনাথপুর মহকুমার সদর দপ্তর। শিল্প শহর রঘুনাথপুর পুরুলিয়া জেলার উত্তর-পূর্ব অংশে আদ্রার কাছে অবস্থিত। শহরটির উত্তর দিকে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। শহরের উত্তর-দক্ষিণ বরাবর ৮ নং রাজ্য সড়ক ও পূর্ব-পশ্চিম বরাবর ৫ নং রাজ্য সড়ক বিস্তৃত হয়েছে। রঘুনাথপুরের নিকটতম প্রধান জংশন স্টেশনসমূহ হল জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন এবং আদ্রা জংশন রেলওয়ে স্টেশন

রঘুনাথপুর
শহর
রঘুনাথপুর
স্থানাঙ্ক: ২৩.৫৫° উত্তর ৮৬.৬৭° পূর্ব / 23.55; 86.67
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপুরুলিয়া
সরকার
  ধরনপৌরসভা
  শাসকরঘুনাথপুর পৌরসভা
আয়তন[1]
  মোট১২.৯৫ বর্গকিমি (৫.০০ বর্গমাইল)
উচ্চতা১৫৫ মিটার (৫০৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৯৩২
  জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭২৩ ১৩৩
টেলিফোন কোড৯১ ৩২৫১
লোকসভা আসনে বাঁকুড়া
বিধানসভা আসনে রঘুনাথপুর, পারা
ওয়েবসাইটpurulia.gov.in

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৫৫° উত্তর ৮৬.৬৭° পূর্ব / 23.55; 86.67[2] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৫৫ মিটার (৫০৮ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে রঘুনাথপুর (পুরুলিয়া) শহরের জনসংখ্যা হল ২১,৮১২ জন।[3] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৬১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭১% এবং নারীদের মধ্যে এই হার ৫০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রঘুনাথপুর (পুরুলিয়া) এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।

অর্থনীতি

বিদ্যুৎ কেন্দ্র

দামোদর ভ্যালি কর্পোরেশন একাদশ পরিকল্পনার প্রস্তাবিত গ্রীনফিল্ড প্ল্যান্ট হিসাবে রঘুনাথপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করে। প্রথম পর্যায়টি ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দুটি ইউনিট নিয়ে গঠিত।[4] ২০১৬ সালে বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

শিক্ষা

রঘুনাথপুর কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। কলেজটি বাংলা, সংস্কৃত, ইংরেজি, অর্থনৈতিক, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স এবং চারুকলা, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে সাধারণ কোর্স সরবরাহ করে।[5][6]

তথ্যসূত্র

  1. "Raghunathpur Info"
  2. "Raghunathpur"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬
  3. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬
  4. "Damodar Valley Corporation"Capacity Addition Programme for 11th Plan (Proposed Greenfield Projects)। DVC। ২০০৭-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-০৫
  5. "Raghunathpur College"। RC। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০
  6. "Raghunathpur College"। Careers 360। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.