রং নাম্বার (চলচ্চিত্র)

রং নাম্বার (বাংলা অর্থঃ ভুল নম্বর বা ভুল সংখ্যা) হল ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র[1] ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে বাংলাদেশভারতের জনপ্রিয় সংগীত শিল্পীদের কণ্ঠে রয়েছে কিছু শ্রুতিমধুর গান। ‘রং নাম্বার’ মূলতঃ একটি প্রেমের ছবি। বর্তমান প্রজন্মের তরুন তরুনীর উচ্ছলতা এবং তারুণ্য এই ছবির মূল উপজীব্য।

রং নাম্বার
রং নাম্বার ছবির ভিসিডি প্রচ্ছদ
পরিচালকমতিন রহমান
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতাপ্রণব ভট্ট
শ্রেষ্ঠাংশে

আব্দুল কাদের

সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
আইয়ুব বাচ্চু
এস আই টুটুল
নচিকেতা চক্রবর্তী (ভারত)
চিত্রগ্রাহকমোস্তফা কামাল
সম্পাদকআমজাদ হোসেন
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি২০০৪
দৈর্ঘ্য১৪৪ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্রাবন্তী প্রথম বার চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, আব্দুল কাদের, ডলি জহুর, তুষার খানঅমল বোস[2][3]

কাহিনী সংক্ষেপ

“অথৈ” (শ্রাবন্তী) এর টেলিফোন প্রীতি বহুল আলোচিত। ইচ্ছেমতো যখন তখন যে কোন ফোন নম্বরে ডায়াল করে। প্রত্যুত্তরে ভেসে আসে ‘রং নাম্বার’। এই আলাপেই একদিন “আবীর” (রিয়াজ), এর সঙ্গে পরিচয় হয়। ওদের মধ্যে ফোন আলাপ বেড়ে গেলে একপর্যায়ে তা প্রেমে দানা বাধে। ঘটনাক্রমে শেষপর্যন্ত পরস্পরের সাথে কারোরই দেখা সাক্ষাতের সুযোগ হয় না। নানা ঘটনা ও দুর্ঘটনায় কাহিনী এগিয়ে যায়...।

অভিনয়ে

সংগীত

রং নাম্বার ছবির সংগীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, জননন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং (ভারত) এর বিখ্যাত সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী

সাউন্ড ট্র্যাক

ট্র্যাকগানকণ্ঠশিল্পীনোট
আমি আমার ভিতর থেকে নামি মেহরিন শিরোনাম গান
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে কনক চাপা
তুমি যদি তুমি যদি চাও একবার নচিকেতা চক্রবর্তী
চিকন কোমর আমার চিকন কোমর শাকিলা জাফর ও কুমার বিশ্বজিত
মেঘ কালো ওই চোখের তারায় উদিত নারায়ন ও ফেরদৌস আরা

তথ্যসূত্র

  1. Published: The Daily Star, 18 January, 2005 Film Review Wrong Number: An entertaining movie Cultural Correspondent, accessed: 24 April, 2011
  2. Published: The Daily Star, 05 January, 2005 Eid specials on Channel i Cultural Correspondent, accessed: 24 April 2011
  3. "'রং নাম্বার' চলচ্চিত্র"। ১৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.