রংপুর রেঞ্জার্স

রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল এ অংশগ্রহণকারী একটি ক্রিকেট দল, যেটি বাংলাদেশের রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রথম আসরে ৬ টি দল নিয়ে যাত্রা শুরু করে এবং ৭ম দল হিসেবে রংপুর রাইডার্স ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করে।[1] ৫ম আসরে, ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রেঞ্জার্স প্রথম বারের মত বিপিএলের শিরোপা লাভ করে।[2]

রংপুর রাইডার্স
লিগবাংলাদেশ প্রিমিয়ার লীগ
কর্মীবৃন্দ
অধিনায়কনুরুল হাসান
কোচসোহেল ইসলাম
মালিকবসুন্ধরা গ্রুপ
দলের তথ্য
শহররংপুর, রংপুর বিভাগ, বাংলাদেশ
রংrider
প্রতিষ্ঠা২০১২ (রংপুর রাইডার্স) হিসাবে; ২০১৯ (রংপুর রেঞ্জার্স) হিসাবে;
স্বাগতিক ভেন্যুরংপুর রাইডার্স ক্রিকেট এরিনা
ইতিহাস
বিপিএল জয়(৫ম)

টি২০আই কিট

ইতিহাস

২০১২ সালের ডিসেম্বর মাসে আই স্পোর্টস ১.১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে দলটির ফ্রাঞ্চাইজি কিনে নেয়।[3] ২০১৯-এ ১৬ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে দলের স্পন্সর হিসেবে ঘোষণা করে এবং এর নাম পরিবর্তন করে রংপুর রেঞ্জার্স রাখা হয়।  দলটিকে ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া হয়েছিল ।

২০২১ সালের সেপ্টেম্বরে, বসুন্ধরা গ্রুপ মালিকানা অধিগ্রহণ করে এবং দলটির নাম পরিবর্তন করে রংপুর রাইডার্স রাখে।

মৌসুম ওভারভিউ

অভিষেক মৌসুম

মৌসুম ২

মৌসুম ৩

মৌসুম ৪

মৌসুম ৫

মৌসুম ৬

মৌসুম ৭

রেকর্ড

সাল বাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১৩ লীগ পর্ব
২০১৫ প্লে-অফ
২০১৬ লীগ পর্ব
২০১৭ চ্যাম্পিয়ন
২০১৯ প্লে-অফ
২০১৯-২০ লীগ পর্ব
২০২২ অংশগ্রহণ করেনি

কিট নির্মাতা এবং স্পনসর

সাল পোশাক প্রস্তুতকারক শার্ট স্পন্সর (বুক) শার্ট স্পন্সর (পিঠ) বুকে প্রদর্শিত প্রতিষ্ঠান
২০১৫ লোটো বিবিএস ক্যাবলস লিমিটেড ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা ক্যাশ
২০১৬ সোহানা স্পোর্টস বসুন্ধরা গ্রুপ আমীন মোহাম্মদ গ্রুপ অ্যাম্বার
২০১৭ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বসুন্ধরা টিস্যু রুপায়ন সিটি উত্তরা
২০১৯ বসুন্ধরা টিস্যু আমীন মোহাম্মদ গ্রুপ

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন চুক্তি স্বাক্ষরের বছর টীকা
ব্যাটসম্যান
২৩মোহাম্মদ নাইমবাংলাদেশ (1999-08-22) ২২ আগস্ট ১৯৯৯বাম-হাতি২০১৯
২০নাদিফ চৌধুরীবাংলাদেশ (1987-04-21) ২১ এপ্রিল ১৯৮৭ডান-হাতিস্লো বাম-হাত অর্থোডক্স২০১৮
৯৯সাদমান ইসলামবাংলাদেশ (1995-05-12) ১২ মে ১৯৯৫বাম-হাতিস্লো বাম-হাত অর্থোডক্স২০১৯
১২ক্যামেরন ডেলপোর্টদক্ষিণ আফ্রিকা (1989-05-12) ১২ মে ১৯৮৯বাম-হাতিডান-হাতি মিডিয়াম২০১৯বিদেশী
২৮টম অ্যাবেলইংল্যান্ড (1994-03-05) ৫ মার্চ ১৯৯৪ডান-হাতিডান-হাতি মিডিয়াম২০১৯বিদেশী
অল-রাউন্ডার
১৯ফজলে মাহমুদবাংলাদেশ (1987-12-30) ৩০ ডিসেম্বর ১৯৮৭বাম-হাতিস্লো বাম-হাত অর্থোডক্স২০১৯
মোহাম্মদ নবীআফগানিস্তান (1985-01-01) ১ জানুয়ারি ১৯৮৫ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯অধিনায়ক, বিদেশী
২৪লুইস গ্রেগরিইংল্যান্ড (1992-05-24) ২৪ মে ১৯৯২ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯বিদেশী
শেন ওয়াটসনঅস্ট্রেলিয়া (1981-06-17) ১৭ জুন ১৯৮১ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯বিদেশী
২৫আল-আমিনবাংলাদেশ (1993-10-05) ৫ অক্টোবর ১৯৯৩ডান-হাতিডান-হাতি অর্থোডক্স২০১৯
উইকেট-রক্ষক
১৩জহুরুল ইসলামবাংলাদেশ (1986-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৬ডান-হাতি২০১৯
১২জাকির হাসানবাংলাদেশ (1998-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৮বাম-হাতি২০১৯
শাই হোপবার্বাডোস (1993-11-10) ১০ নভেম্বর ১৯৯৩ডান-হাতি২০১৯বিদেশী
৭৮মোহাম্মাদ শেহজাদআফগানিস্তান (1988-01-31) ৩১ জানুয়ারি ১৯৮৮ডান-হাতি২০১৮বিদেশী
বোলার
৯০মুস্তাফিজুর রহমানবাংলাদেশ (1995-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৯৫বাম-হাতিবাম-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯
আরাফাত সানিবাংলাদেশ (1986-09-29) ২৯ সেপ্টেম্বর ১৯৮৬বাম-হাতিস্লো বাম-হাত অর্থোডক্স২০১৯
তাসকিন আহমেদবাংলাদেশ (1995-04-03) ৩ এপ্রিল ১৯৯৫ডান-হাতিডান-হাতি ফাস্ট২০১৯
৮৩জুনায়েদ খানপাকিস্তান (1989-12-24) ২৪ ডিসেম্বর ১৯৮৯ডান-হাতিবাম-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯বিদেশী
৯৭সঞ্জিত সাহাবাংলাদেশ (1997-11-04) ৪ নভেম্বর ১৯৯৭ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
৭৯রিশাদ হোসেনবাংলাদেশ (2002-07-15) ১৫ জুলাই ২০০২ডান-হাতিলেগ-ব্রেক গুগলি২০১৯
৮০মুকিদুল ইসলামবাংলাদেশ (2000-06-30) ৩০ জুন ২০০০ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯

শিরোপা এবং সাফল্য

রংপুর রেঞ্জার্স বিপিএল-২০১৭ এর চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে পরাজিত করে। রংপুর প্রথমে ব্যাটিং করে ২০৬ রানের বিশাল রান গড়ে গেইলের ৬৯ বলে ১৪৬ রানের অনবদ্য সেঞ্চুরিতে। জবাবে ঢাকা ৯ উইকেটে ১৪৯ রান করে।

তথ্যসূত্র

  1. "Home - Bashundhara Group"www.bashundharagroup.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬
  2. Uddin, Mazhar (২০১৭-১২-১৩)। "Rangpur win maiden BPL title"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬
  3. "বিপিএলের সপ্তম দল রংপুরের মালিক আই স্পোর্টস"। ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১২

আরও দেখুন

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.