রংপুর ক্রিকেট গার্ডেন

রংপুর ক্রিকেট গার্ডেন বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি প্রথম শ্রেণির ক্রিকেট মাঠ। এটি রংপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশে অবস্থিত।

রংপুর ক্রিকেট গার্ডেন
অবস্থানরংপুর সরকারি কলেজ রোড, রংপুর, বাংলাদেশ
ধারণক্ষমতা১০০০
উপরিভাগঘাস

২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মাঠটি অবহেলায় পড়েছিল কিন্তু ২০১২ সালে রংপুর বিভাগ ক্রিকেট দল পুনগঠিত হলে স্টেডিয়ামটি তাদের হোমগ্রান্ড হিসাবে ব্যবহারের জন্য সংস্কার করা হয়।[1] ২০১২ সাল থেকে রংপুর বিভাগ ক্রিকেট দল এখানে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে এবং একই সময়ে এখানে আরও তিনটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু থেকে, বার্ষিক জাতীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে ‍(যার মধ্যে ২০১৫-১৬ এর ফাইনালও রয়েছে)‌‌।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Garden without a gardener"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫
  2. "Young Tigers Under-18s National Cricket Competition, Final"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.