রংপুর-৬
রংপুর-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪নং আসন।
রংপুর-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | রংপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার | ২,৯২,৯৯৭ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শিরীন শারমিন চৌধুরী |
সীমানা
রংপুর-৬ আসন জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | করিম উদ্দিন মোহাম্মদ | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | মজিবর রহমান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | আব্দুল জলিল প্রধান | জাতীয় পার্টি[5][6] | |
ফেব্রু ১৯৯১ | হুসেইন মুহাম্মদ এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
সেপ্টে ১৯৯১ উপ-নির্বাচন | শাহ মোয়াজ্জেম হোসেন | জাতীয় পার্টি (এরশাদ) | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | শূন্য | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | হুসেইন মুহাম্মদ এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন | নুর মোহাম্মদ মণ্ডল | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | নুর মোহাম্মদ মণ্ডল | ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | |
২০০৮ | শেখ হাসিনা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০৯ উপ-নির্বাচন | আবুল কালাম আজাদ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | শেখ হাসিনা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
জানু ২০১৪ উপ-নির্বাচন | শিরীন শারমিন চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | শিরীন শারমিন চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০১৪ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা দুটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: রংপুর-৬, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন, তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও অন্যটি ছেড়ে দেন। ফেব্রুয়ারি ২০১৪ সালে উপ-নির্বাচন হবার কথা থাকলেও শিরীন শারমিন চৌধুরী ছাড়া আর কোন প্রার্থী না থাকায় শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
সাধারণ নির্বাচন ২০১৪: রংপুর-৬[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ১,৪৮,৫৯৯ | ৯৬.৮ | ||
জাতীয় পার্টি | নুর আলম মিয়া | ৪,৯৫৯ | ৩.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪৩,৬৪০ | ৯৩.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৩,৫৫৮ | ৫৮.৪ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
২০০৮ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: বাগেরহাট-১, রংপুর-৬, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও বাকীগুলি ছেড়ে দেন। ফলে বাকীগুলিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী নূর মুহম্মদ মণ্ডলকে পরাজিত করে বাংলাদেশ আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নির্বাচনে নির্বাচিত হন।
সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-৬[9][10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ১,৭০,৫৪২ | ৮০.০ | +৩৫.৪ | ||
বিএনপি | নুর মোহাম্মদ মণ্ডল | ৩৮,৬৭২ | ১৮.১ | +১৫.১ | ||
জামায়াতে ইসলামী | মোঃ শাহজাহান আলী | ২,১৩৮ | ১.০ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | কামরুজ্জামান | ১,১৯৯ | ০.৬ | +০.২ | ||
গণফোরাম | হুমায়ুন ইজাজ লেভিন | ৬৬৮ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৩১,৮৭০ | ৬১.৮ | +৫৪.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,১৩,২১৯ | ৯০.০ | +৮.৯ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-৬[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | নুর মোহাম্মদ মণ্ডল | ৯০,৭৩০ | ৫১.৯ | |||
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ৭৭,৯৯১ | ৪৪.৬ | |||
বিএনপি | আব্দুল জলিল প্রধান | ৫,২৩৭ | ৩.০ | |||
কমিউনিস্ট পার্টি | কামরুজ্জামান | ৬৭৩ | ০.৪ | |||
জাতীয় পার্টি | মোঃ আবু হোসেন সরকার | ১৭১ | ০.১ | |||
জাসদ | মোঃ আবু আলম মিয়া | ৮৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৭৩৯ | ৭.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৭৪,৮৯১ | ৮১.১ | ||||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২,[12] রংপুর-৩,[13] রংপুর-৫,[14] রংপুর-৬, ও কুডিগ্রাম-৩।[15] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির নুর মোহাম্মদ মণ্ডল নির্বাচিত হন।[16]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-৬[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৬০,৬৬৫ | ৫২.০ | ||
আওয়ামী লীগ | মোঃ মতিউর রহমান | ৩৭,৬৬১ | ৩২.৩ | ||
বিএনপি | মোঃ মতিউর রহমান চৌধুরী | ৯,০৬৭ | ৭.৮ | ||
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুস সালাম প্রধান | ৭,৫৭৭ | ৬.৫ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ গোলাম মোস্তফা | ৮৩২ | ০.৭ | ||
জাকের পার্টি | মোঃ আজগর আলী | ৫৭৩ | ০.৫ | ||
স্বতন্ত্র | নুর মোহাম্মদ মণ্ডল | ১১৭ | ০.১ | ||
স্বতন্ত্র | মোসাম্মৎ মেরিনা রহমান | ৭৭ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,০০৪ | ১৯.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,১৬,৫৬৯ | ৬৮.৩ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে হুসেন মুহাম্মদ এরশাদ জেল থেকে পাঁচটি আসনের নির্বাচনে দাড়ান: রংপুর-১,[17] রংপুর-২,[11] রংপুর-৩,[13] রংপুর-৫,[14] ও রংপুর-৬। সবগুলি আসনে জয়লাভের পর তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে বাকি চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[18] ১৯৯১ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির এস. এম. হোসেন নির্বাচিত হন।[19]
সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-৬[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৩৫,২৬০ | ৩৮.৪ | ||
আওয়ামী লীগ | মোঃ মতিউর রহমান | ৩৪,৯৩৫ | ৩৮.১ | ||
জামায়াতে ইসলামী | আব্দুস সালাম প্রধান | ১০,০৯৫ | ১১.০ | ||
স্বতন্ত্র | আব্দুল জলিল প্রধান | ৪,৬৫৮ | ৫.১ | ||
জাসদ | মোঃ আব্দুস সোবহান | ২,৮৭০ | ৩.১ | ||
বিএনপি | নুর মোহাম্মদ মণ্ডল | ২,৭৫০ | ৩.০ | ||
জাকের পার্টি | মোঃ আজগর আলী | ১,১৯৮ | ১.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২৫ | ০.৪ | |||
ভোটার উপস্থিতি | ৯১,৭৬৬ | ৫৫.৪ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন স্পিকার শিরিন শারমিন চেৌধুরী"। www.jugantor.com। ২৮ জানুয়ারি ২০১৪। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- "Rangpur-6"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)