যোসেফ লিওনার্দ গোল্ডস্টেইন

যোসেফ লিওনার্দ গোল্ডস্টেইন (ইংরেজি: Joseph Leonard Goldstein; জন্ম: ১৯৪০) ১৯৮৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

যোসেফ লিওনার্দ গোল্ডস্টেইন
যোসেফ লিওনার্দ গোল্ডস্টেইন
জন্ম
Joseph Leonard Goldstein[1]

(1940-04-18) ১৮ এপ্রিল ১৯৪০
মাতৃশিক্ষায়তনওয়াশিংটন অ্যান্ড লী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টার
পরিচিতির কারণকোলেস্টেরল
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৫), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টার

জীবনী

গোল্ডস্টেইন ১৯৪০ সালে সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে ওয়াশিংটন অ্যান্ড লী ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টার থেকে এমডি ডিগ্রি অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.