যোবায়দা হান্নান

যোবায়দা হান্নান (জন্মঃ ১৪ নভেম্বর, ১৯৪৫ – মৃত্যুঃ ২২ নভেম্বর, ২০১১)[1] ছিলেন একজন বাংলাদেশী বরেণ্য চিকিৎসক ও সমাজসেবী। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।[2]

ডঃ

যোবায়দা হান্নান
জন্ম(১৯৪৫-১১-১৪)১৪ নভেম্বর ১৯৪৫
মৃত্যু২ নভেম্বর ২০১১(2011-11-02) (বয়স ৬৫)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাচিকিৎসক
দাম্পত্য সঙ্গীওয়ালী উল্লাহ
সন্তান২ পুত্র
পিতা-মাতামাহফুজুল হক (পিতা)
পুরস্কারএকুশে পদক (২০০৪)

প্রাথমিক জীবন

যোবায়দা তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাহফুজুল হক ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণমন্ত্রী। ডাঃ ওয়ালী উল্লাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আশারকোটা গ্রামে বসবাস শুরু করেন।[3]

কর্মজীবন

যোবায়দা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আশারকোটা গ্রামকে স্ব-নির্ভর এলাকা করতে ভূমিকা পালন করেন।[4] তিনি সেখানে ১৯৮৪ সালে ডা. যোবায়দা হান্নান উচ্চ বালিকা বিদ্যালয়, ১৯৮৫ সালে ডা. যোবায়দা হান্নান মহিলা কলেজ, এবং ১৯৯০ সালে ডা. যোবায়দা হান্নান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[3] তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কুমিল্লা ইউনিটের সাধারণ সম্পাদক এবং শিশু চক্ষু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।[5][6]

মৃত্যু

যোবায়দা হান্নান ২০১১ সালের ২২ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।[7]

পুরস্কার ও সম্মাননা

  • ঊষসী পুরস্কার, ১৯৮৫
  • জাতীয় অধ্যাপক মোঃ ইব্রাহিম পুরস্কার, ১৯৯৫
  • চট্টগ্রাম নাগরিক কমিটি কর্তৃক ত্রিরত্ন পুরস্কার, ১৯৯৬
  • জাতীয়ভিত্তিক সমাজসেবা পুরস্কার, ১৯৯৭
  • সমাজসেবায় একুশে পদক, ২০০৪[3]
  • রোটারি সিড পুরস্কার, ২০০৪-০৫[4]
  • অনন্যা শীর্ষ দশ পুরস্কার, ২০০৬[8]

তথ্যসূত্র

  1. "মৃত্যুবার্ষিকী: যোবায়দা হান্নান"দৈনিক প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  2. "10 awarded Ekushey Padak"দ্য ডেইলি স্টার। ১৭ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  3. মোঃ শাকিল মোল্লা (২৩ নভেম্বর ২০১১)। "দেশবরেণ্য নারী নেত্রী একুশে পদকপ্রাপ্ত ডা. যোবায়দা আর নেই"দৈনিক জনকণ্ঠ। ২০১৬-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  4. "Dr Zobaida gets Rotary SEED Award"দ্য ডেইলি স্টার। ২৭ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  5. "US to continue support for polls by 2008"দ্য ডেইলি স্টার। ১২ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  6. "Underprivileged children to get free eye surgeries"দ্য ডেইলি স্টার। ৩১ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  7. "ডা. যোবায়দা হান্নান আর নেই"কুমিল্লা ওয়েব ডট কম। ২২ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
  8. "Ten women receive Anannya award"দ্য ডেইলি স্টার। ৩ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.