যোদ্ধা: দ্য ওয়ারিয়র
যোদ্ধা: দ্য ওয়ারিয়র হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত[1] এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেব, মিমি চক্রবর্তী[2] প্রমুখ। এতে দেবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন মিমি।[3] ২০১৪ সালের ১৮ মার্চ থেকে এর দৃশ্যায়ণ শুরু হয়।[4] এটি রাম চরণ, কাজল আগারওয়াল অভিনীত তেলুগু ব্লকবাস্টার চলচ্চিত্র মাগাধীরা-এর পুনঃনির্মাণ।[5][6][7]
যোদ্ধা: দ্য ওয়ারিয়র | |
---|---|
![]() যোদ্ধা: দ্য ওয়ারিয়র চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজ চক্রবর্তী |
প্রযোজক | মাহেন্দ্র সোনী শ্রীকান্ত মোহতা |
চিত্রনাট্যকার | অভিমন্যু মুখোপাধ্যায় |
উৎস | মাগাধীরা |
শ্রেষ্ঠাংশে | দেব মিমি চক্রবর্তী |
সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যাভি গুপ্ত |
চিত্রগ্রাহক | শুভঙ্কর ভড় |
সম্পাদক | রবিরঞ্জন মৈত্র |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১ অক্টোবর ২০১৪ (মহাসপ্তমী, দুর্গাপূজা) |
দৈর্ঘ্য | ২ঘ ৩১মি |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ১৫ কোটি |
আয় | ₹ ৪ কোটি |
২০১৪ সালের ১৫ আগস্ট এই চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পায় এবং ২০১৪ সালের ১ অক্টোবর দুর্গাপূজার মহাসপ্তমীর দিন চলচ্চিত্রটি মুক্তিলাভ করে।[8][9] [10]
কাহিনি
ছবিতে একই সাথে দুটি জন্ম দেখানো হয়।[3] ১০০ বছর আগের মৌর্যযুগের এক যুদ্ধের কাহিনির উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটির গল্প এগিয়েছে।[4] এতে সেনাপতি রুদ্র (দেব) এবং রাজকুমারী দুর্গা (মিমি চক্রবর্তী)।[11]
অভিনয়ে
- দেব - রুদ্রপ্রতাপ;[6]
- মিমি চক্রবর্তী - দুর্গা / নন্দিনী;[6]
- রজতাভ দত্ত[2]
- নিজেল আক্কারা[2][12]
সহ আরো অনেকে।
সংগীত
যোদ্ধা | ||||
---|---|---|---|---|
ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্যাভি গুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০১৪ | |||
শব্দধারণের সময় | ২০১৪ | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
দৈর্ঘ্য | ২১:৪৯ | |||
সঙ্গীত প্রকাশনী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, জলসা মুভিস প্রোডাকশন, ভি মিউজিক | |||
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস শ্রীকান্ত মহথা | |||
ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্যাভি গুপ্ত কালক্রম | ||||
|
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্যাভি গুপ্ত। গান লিখেছেন রিদ্ধি সেন, শ্রীজাত, প্রসেন প্রমুখ।
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "দেশি ছোড়ি[13]" | রিদ্ধি সেন | শত্রুজিৎ দাশগুপ্ত, নেহা কক্কর | ৩:৪৮ |
২. | "সারাটা দিন[14]" | শ্রীজাত | অরিজিৎ সিং, অন্বেষা দত্ত গুপ্ত | ৫:১৩ |
৩. | "আমি তোমার কাছে" | প্রসেন | অরিজিৎ সিং | ৩:৫০ |
৪. | "এবার যেন অন্যরকম পূজো[15]" | প্রসেন | নাকাশ আজিজ, অন্তরা মিত্র | ৩:৩৮ |
৫. | "যোদ্ধার সাথে এবার পুজো কাটান" | রিদ্ধি সেন | নাকাশ আজিজ | ৩:৪৯ |
প্রযোজনা
শুরু
“ | আমরা অনেক এগিয়ে আছি 'মগধীরা'র চেয়ে।[16][17] | ” |
—দেব, এক সাক্ষাৎকারে যোদ্ধা চলচ্চিত্র সম্পর্কে বলেন। |
এই চলচ্চিত্রের জন্য পশ্চিম মেদিনীপুর-এর চন্দ্রকোণা প্রয়াগ ফিল্ম সিটিতে একটি বিশাল সেট নির্মাণ করা হয়েছিল।[18] এতে নানান ঐতিহাসিক বস্তু ব্যবহৃত হয়। তাই এই চলচ্চিত্র নিয়ে রাজ চক্রবর্তীকে প্রচুর কাজ করতে হয়েছে।[16] এতে প্রচুর কম্পিউটার গ্রাফিক্স ব্যবহৃত হয়।[1] দেব বলেছেন, "চাঁদের পাহাড়ের পর এটিই আমার সবচেয়ে বড় কাজ।"[7] চলচ্চিত্রের জন্য দেবকে বিশেষভাবে নিজের শরীরকে নির্মাণ করতে হয়েছে।[19][20] এতে প্রাচীনকালের অস্ত্রশস্ত্র-পোশাক দেখানো হয়।[21] মিমিকে চলচ্চিত্রটির জন্য শুধুমাত্র সেদ্ধ মুরগী ও সেদ্ধ সবজি খেয়েই তাকে থাকতে হয়েছে।[3]
দৃশ্যায়ণ
![](../I/%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-_%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF_%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A7%87_%E0%A6%AE%E0%A7%81%E0%A7%8D%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0.jpg.webp)
১৮ই মার্চ, ২০১৪ সালে শুরু হয় চলচ্চিত্রটির দৃশ্যায়ণের কাজ। প্রয়াগ ফিল্মসিটিতে নির্মিত বাংলা চলচ্চিত্রের এযাবৎকালের সবচেয়ে বড় সেটে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এর দৃশ্যায়ণের কাজ চলে। কাহিনির প্রয়োজনে প্রায় ৭০০ সৈন্যকে তৈরি করা হয়। এছাড়া সেটের ঘোড়াশালে ঘোড়া এবং হাতিশালে হাতি ব্যবহৃত হয় শ্যুটিংয়ের জন্য। প্রায় ১০০ দিন ধরে দৃশ্যধারণ করা হয়।[11]
মুম্বাইয়ের যেখানে "সারাটি দিন" গানের দৃশ্যায়ণ সম্পন্ন হয়, সেখানেই প্রখ্যাত চলচ্চিত্র যোধা-আকবর চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ হয়েছিল।[22]
তথ্যসূত্র
- "Its Raj Chakrabarty all the way in 2014"। Times of India। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৩।
- "Mimi to star opposite Dev in Magadheera remake?"। Times of India। সংগ্রহের তারিখ 07 March 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "মিমি যখন যুদ্ধে"। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৪।
- "Dual-role Dev delivers with sword and smile"। টেলেগ্রাফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪।
- "এক জন্মে না হলে operation মগধীরা"। এই সময়। সংগ্রহের তারিখ 05 September 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "Ram Charan's Magadheera to be remade in Bengali"। Times of India। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৪।
- "Dev to reprise Ram Charan Teja's role in Magadheera remake"। Times of India। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩।
- "'Yoddha' of the silver screen"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৪।
- "Dev trains in horse riding"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৪।
- "প্রেমকথায় বীরগাথা"। টলিপাড়া। ৭ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৪।
- "রণভূমি"। এবেলা। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৪।
- "অন্ধকার দেখেছি, আলোও"। এবেলা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- "আইটেম ডান্সে নুসরত জাহান"। এবেলা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪।
- "Dev-Mimi get passionate for a Joddha song"। টেলেগ্রাফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৪।
- "Dev, Mimi shoot for Yoddha Durga Puja song"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- "আমরা অনেক এগিয়ে আছি 'মগধীরা'র চেয়ে"। উত্তরবঙ্গ সংবাদ। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪।
- "Dev lives a dream role"। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩।
- "দেবকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ 09 March 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "MR MUSCLES"। টেলিগ্রাফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- "TETE-A-TETE - `Dev'olution Challenge"। Times of India। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- "Making films involves lots of hard work: Dev"। Business Standard। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- "মহাসপ্তমীতে যোদ্ধার আবির্ভাব বাংলায়"। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৪।