যোগেশ্বরী

যোগেশ্বরী মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি শহরতলী যা আন্ধেরির ঠিক উত্তরে অবস্থিত। এলাকাটি হিন্দু দেবতা শিবের মূর্তি যুক্ত গুহাসমূহের জন্য বিখ্যাত।

যোগেশ্বরী
जोगेश्वरी
suburb
যোগেশ্বরী গুহার প্রবেশপথ
যোগেশ্বরী গুহার প্রবেশপথ
যোগেশ্বরী মুম্বাই-এ অবস্থিত
যোগেশ্বরী
যোগেশ্বরী
স্থানাঙ্ক: ১৯.১২° উত্তর ৭২.৮৫° পূর্ব / 19.12; 72.85
রাষ্ট্রভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলামুম্বাই উপনগর
মহানগরমুম্বাই
ভাষা
  দাপ্তরিকমারাঠি
সময় অঞ্চলভা,প্র,স (ইউটিসি+৫:৩০)
ডা,সূ,স৪০০০৪৭

পরিবহন

যোগেশ্বরী রেল স্টেশন, পশ্চিম রেল কর্তৃক পরিচালিত যা মুম্বাই উপনগরীয় রেল-র একটি ব্যস্ততম স্টেশন। স্টেশনের পশ্চিমে একটি বাস ডিপো আছে যার দ্বারা যোগেশ্বরী মুম্বাইয়ের অন্য বিভিন্ন স্থান/শহরতলীর সাথে সংযুক্ত।

দর্শনীয় স্থান

  • যোগেশ্বরী গুহা - অজন্তাইলোরা গুহাসমূহ-এর সামসময়িক গুহা যেখানে হিন্দু দেবতা শিবের প্রায় ১৫০০ বছর পুরনো মূর্তি আছে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.