যুক্তপ্রদেশ (১৯৩৭–১৯৫০)
যুক্তপ্রদেশ ছিল ব্রিটিশ ভারতের এবং পরবর্তীকালে স্বাধীনোত্তর ভারত অধিরাজ্যের একটি প্রদেশ।
যুক্তপ্রদেশ संयुक्त प्रान्त | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত (১৯৩৭–১৯৪৭) ভারত অধিরাজ্য (১৯৪৭–১৯৫০) প্রদেশ | |||||||||||||||
১৯৩৭–১৯৫০ | |||||||||||||||
রাজধানী | লখনউ | ||||||||||||||
ইতিহাস | |||||||||||||||
• প্রতিষ্ঠিত | ১৯৩৭ | ||||||||||||||
• বিলুপ্ত | ১৯৫০ | ||||||||||||||
| |||||||||||||||
বর্তমানে যার অংশ | উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড (২০০০ থেকে) | ||||||||||||||
এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। |
ইতিহাস
১৯৩৭ সালের ১ এপ্রিল ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশকে বিভাজি করে যুক্তপ্রদেশ গঠিত হয়। অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য নিয়ে এই প্রদেশ গঠিত হয়েছিল।[1]
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্য রামপুর, কাশী ও তেহরি-গাড়ওয়াল যুক্তপ্রদেশের সঙ্গে যুক্ত হয়। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি যুক্তপ্রদেশের নাম বদলে উত্তরপ্রদেশ রাখা হয়। ২০০০ সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল (অধুনা উত্তরাখণ্ড) রাজ্য সৃষ্টি হয়।
আরও দেখুন
- ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশ
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.