যাকোব
যাকোব[1] (হিব্রু: יַעֲקֹב, আধুনিক: Ya‘aqōv , টিবেরীয়: Yaʿăqōḇ; আরবি: يَعْقُوب Yaʿqūb, গ্রিক: Ἰακώβ, Iakṓb), পরবর্তীতে ইস্রায়েল নামে ভূষিত, ছিলেন ইস্রায়েলীয় জাতির পিতৃকুলপতি। তিনি ইব্রাহিমীয় ধর্মসমূহে, অর্থাৎ ইহুদিধর্ম, খ্রিষ্টধর্ম ও ইসলামে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসলামে তিনি নবী ইয়াকুব (আ.) হিসেবে পরিচিত। ইস্হাক ও রিবিকার পুত্র, অব্রাহাম, সারা ও বৈথলের দৌহিত্র এবং ইশ্মায়েলের ভ্রাতুষ্পুত্র যাকোব বাইবেলের আদিপুস্তকে আবির্ভূত হন। তিনি ইস্হাকের দ্বিতীয় পুত্র, প্রথম পুত্র তাঁরই যমজ ভাই এষৌ। যদিও ইস্হাকের বার্ধক্য ও অন্ধত্বের সুযোগ নিয়ে যাকোব প্রথম পুত্র হিসেবে এষৌয়ের প্রাপ্ত আশীর্বাদসমূহকে করায়ত্ত করে নেন এবং তাঁদের পরিবারের নেতা হয়ে ওঠেন।[2] কনানে এক তীব্র খরা দেখা দিলে পুত্র যোষেফের সহায়তায়—যিনি ফরৌণের আস্থাভাজন হয়ে উঠেছিলেন—যাকোব ও তাঁর বংশধরেরা মিসরে গমন করেন। সেখানে তিনি ১৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তাঁকে মক্পেলা গুহায় সমাহিত করা হয়।[3][4]
যাকোব | |
---|---|
সন্তান | ১২ পুত্র (ইস্রায়েলের দ্বাদশ বংশ) দীণা (একমাত্র কন্যা) |
আত্মীয় | ইস্হাক (পিতা) রিবিকা (মাতা) অব্রাহাম (পিতামহ) সারা (মাতামহ) ইশ্মায়েল (চাচা) এষৌ (যমজ ভাই) রাহেল (মামাতো বোন, স্ত্রী) লেয়া (মামাতো বোন, স্ত্রী) লাবন (মামা, শ্বশুর) |
বংশতালিকা
তেরহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সারা[5] | অব্রাহাম | হাগার | হারণ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নাহোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েল | মিল্কা | লোট | যিষ্কা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েলীয় | ৭ পুত্র[6] | বথূয়েল | ১ম কন্যা | ২য় কন্যা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইস্হাক | রিবিকা | লাবন | মোয়াবীয় | অম্মোনীয় | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এষৌ | যাকোব | রাহেল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিল্হা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইদোমীয় | সিল্পা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১. রূবেণ ২. শিমিয়োন ৩. লেবি ৪. যিহূদা ৯. ইষাখর ১০. সবূলূন দীণা (কন্যা) | ৭. গাদ ৮. আশের | ৫. দান ৬. নপ্তালি | ১১. যোষেফ ১২. বিন্যামীন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যাকোব | লেয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেবি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোন | কহাৎ | মরারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লিব্নি | শিমিয়ি | যিষ্হর | হিব্রোণ | উষীয়েল | মহলি | মূশি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যোকেবদ | অম্রম | মীশায়েল | ইল্সাফন | সিথ্রি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মরিয়ম | হারোণ | মোশি | সিপ্পোরা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোম | ইলীয়েষর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তথ্যসূত্র
- এই ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে বাইবেলীয় বানানরীতি অনুসরণ করা হয়েছে।
- "Esau and Jacob and the Birthright"। Life, Hope & Truth (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬।
- Enumerations of the twelve tribes vary. Because Jacob effectively adopted two of his grandsons by Joseph and Asenath, namely Ephraim and Manasseh, the two grandsons were often substituted for the Tribe of Joseph, yielding thirteen tribes, or twelve if Levi is set apart.
- "732 Klein"। www.biu.ac.il। ২০২০-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬।
- Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
- Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph