যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক
যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক (বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অবস্থিত।[1][2]
যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক | |
---|---|
![]() | |
![]() ![]() | |
অবস্থান | যমুনা সেতুর পশ্চিম পাড় বাঁধ, সিরাজগঞ্জ, রাজশাহী |
স্থানাঙ্ক | ২৪.৪০০০৯০৩° উত্তর ৮৯.৭৪৬৯৩৯৪° পূর্ব |
আয়তন | ৫০.২ হেক্টর (১২৪ একর) |
নির্মিত | ৯ মার্চ ২০০৮ |
অবস্থান
ইকোপার্কটি বঙ্গবন্ধু যমুনা বহুমূখী সেতুর সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ের বাঁধ ঘেঁষে জাতীয় মহাসড়ক,এলেঙ্গা-হাটিকমরুল N405 -এর উত্তর পাশে অবস্থিত।[3][4]
বিবরণ
সেতু তৈরির পরপরই বনবিভাগ সেতুর আশপাশে বনায়ন কার্যক্রম শুরু করে। এবং ২০০৭ সালে, ৫০.২ হেক্টর (১২৪ একর)[5] জায়গা নিয়ে ইকোপার্ক তৈরির প্রজ্ঞাপন জারি করা হয়।[6] ২০০৮ সালের ৯ মার্চ তৎকালীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সরকারের সচিব খান এম ইব্রাহীম হেসেন পার্কটি উদ্বোধন করেন।[7]
তথ্যসূত্র
- "বার্ষিক প্রতিবেদন ২০১৮-১৯" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- "বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- "যমুনা ইকো পার্ক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- "বঙ্গবন্ধু ইকোপার্কে অগ্নিকাণ্ড"। ৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "ইকোপার্ক"। বন অধিদপ্তর। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- "ইকোপার্ক"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক : অন্যতম বিনোদন কেন্দ্র"। দৈনিক ভোরের কাগজ। ৮ ডিসেম্বর ২০১৬। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.