যদি জানতেম

যদি জানতেম ১৯৭৪ সালের একটি বাংলা রহস্যকাহিনী মূলক চলচ্চিত্র। এই ছবিটির পরিচালক ছিলেন যাত্রিক (তরুণ মজুমদার)। সিনেমাটি সাহিত্যিক নারায়ণ সান্যালেনাগচম্পা উপন্যাস অবলম্বনে নির্মিত। কাহিনীর প্রধান চরিত্র পি কে বাসুর ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার[1][2]

কাহিনী

কৌশিক মিত্র একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষিত যুবক। চাকরি না পেয়ে ট্যাক্সিচালকের কাজ করে। একদিন তার আলাপ ও প্রেম হয় সুজাতার সাথে। সুজাতা খুনের মামলায় জড়িয়ে পড়ে, তার সাথে কৌশিকও। তাদের হয়ে আদালতে দাঁড়ান জাঁদরেল ক্রিমিনাল ব্যারিস্টার পি. কে. বাসু। বাসু নিজেই তদন্ত শুরু করেন আসল অপরাধীর সন্ধানে।

অভিনয়

অভিনয়ে চরিত্র টীকা
উত্তম কুমারপিকে বাসু
সৌমিত্র চট্টোপাধ্যায়কৌশিক মিত্র
সুপ্রিয়া দেবীসুজাতা
রুমা গুহঠাকুরতারানু
বসন্ত চৌধুরীআগরওয়াল
শমিত ভঞ্জঅরূপ
তরুণ কুমার
হারাধন বন্দ্যোপাধ্যায়সরকারী আইনজীবী
কমল মিত্রঅরূপের বাবা
শৈলেন মুখার্জীনকুল হুই[3]

তথ্যসূত্র

  1. "Jadi Jantem (1974)"banglamovienews.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭
  2. প্রথম খন্ড, নারায়ন সান্যাল (১৯৯১)। কাঁটায় কাঁটায়। কলকাতা: দেজ পাবলিশিং। পৃষ্ঠা ৮।
  3. "Full Cast & Crew: Jadi Jantem (1974)"imdb.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.